পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকা-৫ আসনের উপ নির্বাচনে দলীয় সমর্থন পেতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মাহনগর দক্ষিনের সভাপতি কামরুল হাসান রিপন।
রোববার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খানের হাত থেকে ফরম নেন তিনি। পরে বিকেল সাড়ে ৪টার দিকে মনোনয়ন ফরম জমা দেন তিনি।
এ সময় স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইসহাক সরকার উপস্থিত ছিলেন।
কামরুল হাসান রিপন বলেন, ‘নব্বইয়ের দশক থেকে আমি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তখন থেকে মানুষের জন্য কিছু করার ইচ্ছা মনের মধ্যে লালন করতাম। এজন্য একজন আদর্শ জনপ্রতিনিধি হিসেবে নিজেকে মানুষের কল্যানে নিবেদন করতে চাই।’
ক্লিন ইমেজ আর দলের জন্য আত্মনিবেদিত ত্যাগী নেতার তকমা তাকে এগিয়ে রাখবে বলেও বিশ্বাস করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এই সভাপতি। তিনি বলেন, ‘এক-এগারোতে পুরান ঢাকায় নেত্রীর মুক্তির সর্বোচ্চ আন্দোলন করেছি। একদিনে ৫টি মামলা হয়েছে আমার নামে। নেত্রী বর্তমানে তরুন ও দলের জন্য নিবেদিত এবং ক্লিন ইমেজ আছে এমন নেতাদের অগ্রাধিকার দিচ্ছেন। কিছুদিন আগে আমাকে স্বেচ্ছাসেবক লীগ দক্ষিনের দায়িত্ব দিয়েছেন নেত্রী। দুর্নীতি, মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে তার নির্দেশ পালন করতে আমি আজ করে যাচ্ছি। মনোনয়ন পাওয়ার বিষয়ে আমি আশাবাদী।’
নওগাঁ-৬, সিরাজগঞ্জ-১, পাবনা-৪, ঢাকা-৫ ও ঢাকা-১৮-এই পাঁচ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের সোমবার থেকে শুরু হয়েছে। ২৩ আগস্ট রোববার ছিলো ফরম সংগ্রহ জমা দেয়ার শেষ সময়। শিগগিরই দলের মনোনয়ন বোর্ডের সভা বসবে বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।