Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

ডেসটিনির রফিকুল আমীনের দুই মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২০, ১১:০৮ পিএম

ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের বিরুদ্ধে করা দুই মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর আগে তারপক্ষে করা জামিন আবেদন সরাসরি খারিজ করে দেন আদালত। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। রফিকুল আমীনের পক্ষে জামিন আবেদন করেন অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। দুর্নীতি দমন কমিশনের (দুদক)র পক্ষে জামিনের বিরোধিতা করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি এটর্নি জেনারেল একেএম আমিনউদ্দিন মানিক।
উল্লেখ্য, ২০১২ সালের ৩১ জুলাই কলাবাগান থানায় অর্থ পাচারের অভিযোগে রফিকুল আমীনের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা করে দুদক। এসব মামলায় সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ থেকে অর্থ অন্যত্র স্থানান্তর,হস্তান্তর এবং রূপান্তরের অভিযোগ আনা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ