Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হও, যুবকদের প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২০, ৫:০৩ পিএম

যুবকদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে উদ্যোক্তা হতে যুবকদের সহযোগিতা ও উৎসাহিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা-এর গভর্নিং বডির ৭তম সভার সূচনা বক্তব্যে একথা বলেন প্রধানমন্ত্রী।

গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের মধ্যে ভিডিও কনফারেন্সে এ সভা অনুষ্ঠিত হয়। গণভবন প্রান্ত থেকে সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

যুব সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের যুব সমাজকে যেন আকৃষ্ট করতে পারি, তাদের যেন উৎসাহিত করতে পারি। শুধু চাকরির পেছনে ছোটা না, নিজেরা কিছু করে দেখানো, কাজ করা। সেদিকে আমাদের দৃষ্টি দিয়ে কাজ করতে হবে।

দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে ও কর্মসংস্থান বাড়াতে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে তাগিদ দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমাদের লক্ষ্য বিনিয়োগ আকৃষ্ট করা। এখন অনেক বিনিয়োগ- এটা সব সময় এদেশ থেকে ওদেশে ঘুরতে থাকে। আমরা যত বেশি আনতে পারি আমাদের জন্য ভালো। কাজেই বিদেশি বিনিয়োগ যেমন আসবে, দেশেও আমাদের যাদের বিনিয়োগ করার সক্ষমতা আছে তারাও যেন বিনিয়োগ করতে পারে। আমাদের যারা ক্ষুদ্র বিনিয়োগকারীর তাদেরও আমরা যেন উৎসাহিত করতে পারি।

দেশি-বিদেশি বিনিয়োগের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিল্পায়নের ক্ষেত্রে আমাদের দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হবে। এই কথা মাথায় রেখে যে আমাদের শিল্পায়ন করতে হলে জায়গা সুনির্দিষ্ট করে দিতে হবে। কারণ একটা কাজ করতে গেলে আমাদের সমস্যা হয়ে যায় ভূমি নিয়ে।

‘এই সমস্যাটা যাতে না থাকে সেটা মাথায় রেখে আবার পাশাপাশি ফসলি জমি, কৃষিজমি সেটাও রক্ষা করতে হবে। বনভূমি রক্ষা করতে হবে। এসব কিছু চিন্তা-ভাবনা করে আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পদক্ষেপ নেই। ’

কৃষির সঙ্গে শিল্পায়নের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমাদের অর্থনীতি কৃষিনির্ভর। কিন্তু সঙ্গে সঙ্গে শিল্পায়নও আমাদের প্রয়োজন। শিল্পায়ন বা শিল্পের বিকাশ ছাড়া কোনো দেশ অগ্রগতি অর্জন করতে পারে না।

শেখ হাসিনা বলেন, আমরা চাচ্ছি আমাদের দেশে শিল্পায়ন হোক। কারণ শিল্পায়ন ছাড়া আমরা যেমন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো না। আবার পাশাপাশি আমাদের উৎপাদন বাড়াতে হবে। দেশের মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানো, চাহিদা পূরণ করা, সঙ্গে সঙ্গে রপ্তানি বাড়ানো- এসব কথা মাথায় রেখে আমাদের শিল্পায়নের প্রচেষ্টা করতে হবে।

শিল্পায়ন বিকাশের সঙ্গে কৃষিজমি ও পরিবেশ রক্ষার বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিল্পায়নের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে। আমাদের দেশ ভূখণ্ডের দিক থেকে অত্যন্ত ছোট হলেও জনসংখ্যা অনেক বড় এবং জনসংখ্যা বাড়ছে। এই জনসংখ্যার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের কৃষিজমি রক্ষা করতে হবে।

‘আবার প্রকৃতির সঙ্গে আমরা যেন চলতে পারি- কারণ বাংলাদেশ একটা ডেল্টা। এটা আমাদের মাথায় রাখতে হবে। কাজেই আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করাও একান্তভাবে অপরিহার্য। সেদিকেও আমাদের দৃষ্টি দিতে হবে। ’

করোনা মহামারির প্রতিবন্ধকতা মোকাবিলা করে সরকার বাংলাদেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনা আমাদের অনেক ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। কিন্তু আমাদের দেশের আর্থ-সামাজিক উন্নতির ক্ষেত্রটা যেন সম্প্রসারিত হতেই থাকে এবং অগ্রগতি পেতেই থাকে সেটা আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।



 

Show all comments
  • SUMON RAHAT SUMON ২০ আগস্ট, ২০২০, ৬:৪০ পিএম says : 0
    নতুন উদ্দ্যোক্তা দের সরকারের ব্যাং সাপোর্ট দেওয়া দরকা।
    Total Reply(0) Reply
  • SUMON RAHAT SUMON ২০ আগস্ট, ২০২০, ৬:৪০ পিএম says : 0
    নতুন উদ্দ্যোক্তা দের সরকারের ব্যাং সাপোর্ট দেওয়া দরকার।
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ২০ আগস্ট, ২০২০, ১০:০০ পিএম says : 0
    প্রধানমন্ত্রী সঠিক কথাই বলেছেন। তিনি যুবকদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়েছেন একই সঙ্গে উদ্যোক্তা হতে যুবকদের সহযোগিতা ও উৎসাহিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। যুবকরা প্রধানমন্ত্রীর কথায় প্রচুর এগিয়ে আসবে তবে এখন দেখার বিষয় সংশ্লিষ্টরা কতটা সহযোগিতা ও উৎসাহিত করেন। বিজ্ঞজনদের বিশ্বাস আমাদের দেশের কর্মকর্তারা যদি সততার সাথে কাজ করতো তাহলে আজ দেশ অনেক উপরে থাকতো। প্রধানমন্ত্রী যুবকের এই পরামর্শ প্রায় দিয়ে থাকেন কিন্তু কার্যকর হয়না তাই প্রধানমন্ত্রীকে বার বার যুকদেরকে একই আহ্বান জানাতে হচ্ছে। নিন্দুকেরা বলছেন, কর্মকর্তাদের ছেলেমেয়েরাই এই সুযোগ পেয়েছে এবং ভবিষতে পাবে এতে কোন সন্দেহ নেই তবে এর বাহিরে যতই উপযুক্ত হউক না কেন তাঁরা এই নির্দেশের আওতায় আসবেনা। আমি আল্লাহ্‌র দরবারে প্রার্থনা করছি আল্লাহ্‌ যেন আল্লাহ্‌র নিজ গুনে বাংলাদেশের সরকারি কর্মকর্তাদেরকে সত্য বলা ও সততার সাথে চলার যোগ্যতা প্রদান করেন। আমিন
    Total Reply(0) Reply
  • Tanvir Ahmed ২১ আগস্ট, ২০২০, ৯:৫১ এএম says : 0
    bank support na pele uddokta barbe kamne..
    Total Reply(0) Reply
  • Tanvir Ahmed ২১ আগস্ট, ২০২০, ১০:০১ এএম says : 0
    bank support na pele uddokta barbe kamne..
    Total Reply(0) Reply
  • Tanvir Ahmed ২১ আগস্ট, ২০২০, ১০:০১ এএম says : 0
    bank support na pele uddokta barbe kamne..
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ আরহাদ আহমেদ ২১ আগস্ট, ২০২০, ১০:১৯ এএম says : 0
    সরকারের উচিত উদ্যোক্তাদের সহজ শর্তে জামানত বিহীন ঋণ দেওয়ার ব্যবস্থা করা।
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ আরহাদ আহমেদ ২১ আগস্ট, ২০২০, ১০:১৯ এএম says : 0
    সরকারের উচিত উদ্যোক্তাদের সহজ শর্তে জামানত বিহীন ঋণ দেওয়ার ব্যবস্থা করা।
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ আরহাদ আহমেদ ২১ আগস্ট, ২০২০, ১০:১৯ এএম says : 0
    সরকারের উচিত উদ্যোক্তাদের সহজ শর্তে জামানত বিহীন ঋণ দেওয়ার ব্যবস্থা করা।
    Total Reply(0) Reply
  • Jahangir Alam ২১ আগস্ট, ২০২০, ১১:১৩ এএম says : 0
    আমি একজন সাধারণ এবং অতী নগণ্য মানুষ! জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করেছি। আমার কথা হয়ত কেও শুনবেনা। তাই আপনারা যারা মিডিয়াত কথা বলেন। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী কে যারা পরামর্শ দেন অন্তত তাদের কানেও যদি দেওয়া যায়, তাহলে দেশের লক্ষ বেকার একটু একটু স্বপ্ন দেখতে শিখতো। বেকারদের আত্বহত্যার হার একেবারে কমে যেত। উদ্যোক্তাদের সনদপত্র গুলি জামানত হিসাবে রেখে, অথবা সহজ শর্তে জামানত বিহীন ঋণ দেওয়ার ব্যবস্থা করা। কেও কি আছেন মাননীয় প্রধান মন্ত্রীর কান পর্যন্ত সেটা তুলতে। ভাইজানেরা আমি যদি অন্যায় কিছু বলে থাকি গালাগালি না করে আমাকে বইলেন আমি লেখাটা ডিলিট করে দিব। আমাকে মাফ করবেন।
    Total Reply(0) Reply
  • MD. Abu Sufian ২১ আগস্ট, ২০২০, ৫:১২ পিএম says : 0
    উদ্যোক্তা হওয়া যায় But অনেক টাকার প্রয়োজন, তো বেকার যে এত টাকা কোথায় থেকে পাব, মুখে কথা বলা খুব সহজ তাই অর্থের প্রয়োজন। যদি সরকার ঋণ দিয়ে Help kore
    Total Reply(0) Reply
  • MD. Abu Sufian ২১ আগস্ট, ২০২০, ৫:১৩ পিএম says : 0
    উদ্যোক্তা হওয়া যায় But অনেক টাকার প্রয়োজন, তো বেকার যে এত টাকা কোথায় থেকে পাব, মুখে কথা বলা খুব সহজ তাই অর্থের প্রয়োজন। যদি সরকার ঋণ দিয়ে Help kore
    Total Reply(0) Reply
  • সোহেল রেজা ২২ আগস্ট, ২০২০, ১২:০৫ এএম says : 0
    সাধারন পাবলিক হিসাবে বলতে চাই,,,প্রধান মন্ত্রী যতি প্রানী সম্পদ দপ্তরে একটু নজর দেয় তাহলে ভিবিন্ন খামারী অনেক টাকা লোকসান থেকে বাচবে,,সেখানে প্রানীদের সঠিক ঔষদ দিতেছে না,মেয়াদ উর্তীন্ন ঔষদ দিতেছে,আবার ঔষদ নাকি থাকে না,,
    Total Reply(0) Reply
  • সোহেল রেজা ২২ আগস্ট, ২০২০, ১২:০৮ এএম says : 0
    সাধারন পাবলিক হিসাবে বলতে চাই,,,প্রধান মন্ত্রী যতি প্রানী সম্পদ দপ্তরে একটু নজর দেয় তাহলে ভিবিন্ন খামারী অনেক টাকা লোকসান থেকে বাচবে,,সেখানে প্রানীদের সঠিক ঔষদ দিতেছে না,মেয়াদ উর্তীন্ন ঔষদ দিতেছে,আবার ঔষদ নাকি থাকে না,,
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ