Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রসচিবের বৈঠক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২০, ৩:৩১ পিএম

প্রায় হঠাৎই দু’দিনের ঝটিকা সফরে বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা। এ বিষয়ে ঢাকায় ভারতের হাই কমিশনার রিভা গঙ্গোপাধ্যায় দাশ জানান, দু’দেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে দিল্লির ‘বিশেষ বার্তা’ নিয়ে এসেছেন বিদেশসচিব।

ঢাকায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘গণভবনে’ হাসিনার সঙ্গে শ্রিংলার বৈঠক শুরু হয় গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায়। চলে প্রায় এক ঘণ্টা। পরে সাংবাদিকদের রিভা বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের রয়েছে বিশেষ ও নিবিড় সম্পর্ক। এই কারণে মহামারির মধ্যে আন-অফিশিয়াল সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছেন পররাষ্ট্রসচিব।’ তিনি আরও জানান, শ্রিংলার সফরকে প্রধানমন্ত্রী হাসিনা সাধুবাদ জানিয়েছেন। করোনা-পরবর্তী সময়ে দু’দেশের অর্থনীতি পুনরুদ্ধারে সহযোগিতা জোরদার করা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

ভারতে লকডাউন শুরু হওয়ার পরে এটিই শ্রিংলার প্রথম বিদেশ সফর। আজ বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে শ্রিংলা বৈঠক করবেন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গেও তার সাক্ষাৎ হওয়ার কথা।

গতকাল সকাল সাড়ে ১১টায় ঢাকায় পৌঁছন শ্রিংলা। দু’দেশের তরফেই তার এই সফর নিয়ে বেশি প্রচার দেখা যায়নি। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞেরা মনে করিয়ে দিয়েছেন, শ্রিংলা ভারতীয় হাই কমিশনার হিসেবে দীর্ঘদিন ঢাকায় ছিলেন। করোনার আবহে একাধিক দ্বিপাক্ষিক সফর বাতিল হওয়া সত্ত্বেও তিনি ঢাকায় এসেছেন। তার সফরের খবর গত রাতে নিশ্চিত ভাবে জানায় বাংলাদেশ সরকার। কাজেই এই সফরের বিশেষ তাৎপর্য রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, মোদির জমানায় বিভিন্ন প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে ভারতের। গত বছরে নাগরিকত্ব আইন বা জাতীয় নাগরিক পঞ্জিকে কেন্দ্র করে বিজেপি নেতাদের মন্তব্য ভারত-বাংলাদেশ সম্পর্কে প্রভাব ফেলেছিল। এখন লাদাখে চীন-ভারত স্নায়ুযুদ্ধ চলছে। আর পুরনো সুসম্পর্কের জেরে বাংলাদেশের উপরে ক্রমাগত প্রভাব বাড়িয়ে চলেছে চীন। ভারত-বাংলাদেশ তিস্তা চুক্তি আটকে রয়েছে। কিন্তু শুষ্ক মরসুমে তিস্তার জলস্তর ধরে রাখার প্রকল্পে বাংলাদেশকে ১০০ কোটি ডলার ঋণ দিয়েছে চীন। করোনার সম্ভাব্য টিকার তৃতীয় পর্যায়ের পরীক্ষাও বাংলাদেশে করতে চাচ্ছে চীন। এ দিকে, পাক প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি হাসিনাকে ফোন করে করোনা ও বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। জানিয়ে দিয়েছেন, ঢাকার সঙ্গে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় ইসলামাবাদ।

রামমন্দিরের উদ্বোধন নিয়েও ঘরোয়া ভাবে কট্টরপন্থীদের সামনে হাসিনার সরকার অস্বস্তিতে পড়ছে বলে অনেকের মত। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমেন সম্প্রতি এই প্রসঙ্গে বলেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক, তা ঐতিহাসিক। এটাকে (মন্দির নির্মাণ) সেই সম্পর্কে আঘাত হানতে দেব না। তা-ও ভারতের কাছে অনুরোধ, এমন কিছু ঘটতে দেওয়া যাবে না, যা দু’দেশের সুন্দর ও গভীর সম্পর্কে চিড় ধরাতে পারে।’ সম্প্রতি বাংলাদেশকে ১০টি রেল ইঞ্জিন দিয়েছে ভারত। কিন্তু বাংলাদেশের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, ইঞ্জিনগুলি পুরনো। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছিলেন, ‘এমন ক্ষতিকর কাহিনিগুলো একই জায়গা থেকে উঠে আসছে।’ এই আবহেই শ্রিংলার সফর। বাংলাদেশের পররাষ্ট্রসচিব জানান, করোনা পরিস্থিতি ও অক্সফোর্ডের টিকা পাওয়ার বিষয়টি নিয়েও শ্রিংলার সঙ্গে তিনি কথা বলবেন। সূত্র: এবিপি।



 

Show all comments
  • গোলাম হাকিম ১৯ আগস্ট, ২০২০, ৪:৪৪ পিএম says : 0
    দুদেশের সম্পর্ক জোরালো হলেই ভালো তবে বর্তমান ভারতীয়রা বাংলাদেশীদের খুব একটা ভালো চোখে দ্যাখে বলে মনে হয়না।বিষেশ করে ভারতের মুসলমান্দের উপর নেমে এসেছে চরম নির্যাতন যা দেখে মনে অনেক কষ্ট লাগে সম্পর্ক ভালো থাক, দুর্নিতি নিপাত যাক।
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ১৯ আগস্ট, ২০২০, ১০:৪৭ পিএম says : 0
    চীন বাংলাদেশকে ভারতের উপর নির্ভরশীলতা কমানোর জন্যেই বিভিন্ন ভাবে বাংলাদেশকে সাহায্য ও সহযোগিতা করছে। সাথে সাথে ভারতের প্রধান শত্রু পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের সাথে আমদানী রফতানী সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজে পাশে থাকার নিশ্চয়তা দিয়েছে। এসব কারনে ভারত বিব্রত বোধ শুরু করেছে তাই ভারতের প্রধানমন্ত্রী যিনি ব্যাক্তিগত ভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখা হাসিনাকে অনেক সম্মান দিয়েছেন সেইসুবাদেই তিনি কিছু গোপন কথা বলে ভারতের পররাষ্ট্র সচিবকে ঢাকায় পাঠিয়েছেন এই করোনা পরিস্থিতিতে সামনা সামনি ভাবে আলাপ আলোচনা করার জন্যে। এখানে এটাই প্রতিয়মান হয়েছে যে, এই এক ঘণ্টার আলোচনার ফলে দুই দেশের মধ্যে যে ভুল বুঝাবুঝি চলছিল সেটা অবসান হতে যাচ্ছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ