Inqilab Logo

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ডিএসসিসি’র মশক নিধন অভিযান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২০, ১২:০১ এএম


এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণে পরিচালিত ৩য় দিনের চিরুনি অভিযানে মোট ৭১টি স্থাপনা পরিদর্শন করে ৪টি মামলায় মোট ৩৯ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
ডিএসসিসি’র ৩টি ভ্রাম্যমাণ আদালত গতকাল অঞ্চল-১ এর ২১ ও ১৮ নং ওয়ার্ডের ঢাকা বিশ্ববিদ্যালয় ও এলিফ্যান্ট রোড এলাকা, অঞ্চল-২ এ ২ নং ওয়ার্ডের পূর্ব গোড়ান এলাকা ও অঞ্চল-৩ এর লালবাগ ও জিগাতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অঞ্চল-১ এ ২৭টি স্থাপনা পরিদর্শন করেন এবং ১টি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় ১টি মামলা দায়ের ও ২৫ হাজার টাকা জরিমানা করে।
অঞ্চল-২ এ ৬টি স্থাপনা পরিদর্শন করে ২টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পেলে ২টি মামলায় ৭০০০ টাকা জরিমানা করেছে।
অঞ্চল-৩ এ ৩৮টি স্থাপনা পরিদর্শন করে ১টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়া যায় এবং ৭টি স্থাপনায় এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশে পাওয়া যায়। এ সময় একটি মামলা দায়ের ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ###

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ