পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর টিকাটুলিতে এলাকায় একটি বহুতল আবাসিক ভবনের কেমিক্যাল গোডাউনে অভিযান চালানো হয়েছে। এ সময় বিপুল পরিমান অবৈধ কেমিক্যাল উদ্ধার করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ৫টি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত ৭ জনকে আটক করা হয়েছে। গতকাল বিকেলে টিকাটুলি অভিসার সিনেমা হলের পাশে দুটি বহুতল আবাসিক ভবনে এ অভিযান চালানো হয়।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। তিনি জানান, টিকাটুলির অভিসার সিনেমা হলের পাশে দুটি বহুতল ভবনের নিচতলায় বিপুল পরিমানে রাসায়নিক কেমিক্যাল অবৈধভাবে মজুদ রাখা হয়। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গতকাল বিকেল ৩টায় সেখানে অভিযান পরিচালনা করা হয়। রাত ৮টায় অভিযান শেষ হয়।
তিনি আরো জানান, সেই ভবনগুলোর নিচ তলায় আইসোপ্রোফাইল অ্যালকোহল, ইথানল, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিডসহ ঝুঁকিপূর্ণ বিস্ফোরণ পণ্য মজুত করা হয়। কিন্তু এসব মজুতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন বা লাইসেন্স নেই। ঝুঁকিপূর্ণ এসব বিস্ফোরণ পণ্য মজুতে যে ধরনের ব্যবস্থা থাকা অত্যাবশ্যক সে ধরনের ব্যবস্থাও ছিল না। তাই আবাসিক ভবনে এ ধরনের বিস্ফোরক পণ্যের অবৈধ মজুত থেকে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
র্যাবের ওই কর্মকর্তা জানান, এ ঘটনায় পাঁচটি প্রতিষ্ঠান জড়িত থাকায় সেইসব প্রতিষ্ঠানগুলোকে সিলগালা করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি চকবাজারে আবাসিক ভবনে অবৈধভাবে রাখা কেমিক্যাল বিস্ফোরণে ৭৮ জন নিহত হন। এ ঘটনার পর বেশ কয়েক দিন কেমিক্যাল গুদাম সরাতে অভিযান চালায় বিভিন্ন সংস্থা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।