পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মাইলস্টোন কলেজ যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন করেছে। কলেজের মূল আয়োজন ছিলো শহীদদের স্মরণে কালোব্যাজ ধারণ, দোয়া এবং বিশেষ আলোচনা সভা। স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের প্রিন্সিপাল লে. কর্নেল এম. কামালউদ্দিন ভ‚ঁইয়া (অব.)। আরো উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের প্রশাসনিক পরিচালক মো. মাসুদ আলম, প্রশাসনিক উপাধ্যক্ষ কমান্ডার এফ করিম (অব.), একাডেমিক উপাধ্যক্ষ মিজানুর রহমান খান, উপাধ্যক্ষ প্রফেসর শাহজাহান এবং উপাধ্যক্ষ জহিরুল হক। এছাড়াও কলেজের সকল পরিচালকগণ, উপাধ্যক্ষ, বিভাগীয় প্রধান এবং শিক্ষক-শিক্ষিকাগণ স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভায় অংশগ্রহণ করন। -প্রেস বিজ্ঞপ্তি
চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আলোচনা সভা ও দোয়া মাহফিল
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন গতকাল চিনিশিল্প ভবনের ৯ম তলায় স্বাস্থ্যবিধি মেনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে। করপোরেশনের চেয়ারম্যান সনৎ কুমার সাহার সভাপতিত্বে শোক সভায় স্বাগত বক্তব্য রাখেন সচিব কৃষিবিদ মো. আবদুল ওয়াহাব। সভাপতির বক্তব্যে চেয়ারম্যান বলেন, বঙ্গবন্ধু ও বাঙালিদের রক্ত দিয়ে সৃষ্টি হয় বাংলাদেশ। বঙ্গবন্ধু ছিলেন শোষিত মানুষের কণ্ঠস্বর, তিনি মানুষের মধ্যে অসা¤প্রদায়িক চেতনার সুবাতাস ছড়িয়ে দিয়েছেন। সভায় ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।