Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে নমুনা পরীক্ষা কমছে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

চট্টগ্রামে করোনা টেস্ট কমছে। কমছে সংক্রমণের হারও। গত ২৪ ঘণ্টায় ৩৬৮ জনের নমুনা পরীক্ষায় আরো ৩৬ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৯.৭ শতাংশ। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে গতকাল সোমবার পর্যন্ত ৬৮ হাজার ৬৩২ জনের নমুনায় ১৫ হাজার ৮৪৫ জনের করোনা পজেটিভ হয়েছে। শুরু থেকে এ পর্যন্ত সংক্রমণের হার ২৩ শতাংশ।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো একজন। এ পর্যন্ত মারা গেছেন ২৫২ জন। সুস্থ হয়েছেন ১০ হাজার ৯৭২ জন। সংক্রমণ কমে আসায় হাসপাতালে রোগীর সংখ্যা কমছে। সরকারি হাসপাতালে রোগী ভর্তি আছেন ১৭৮ জন। বাসায় আইসোলেশনে ৮০৯ জন। বেসরকারি হাসপাতালে করোনা রোগী আছেন ৮২ জন। আইসিইউতে আছেন ৩৪ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৪৩ জন। সরকারি ও বেসরকারি মিলে করোনা শয্যা খালি ৬৬৮টি এবং আইসিইউ খালি ৩১টি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ