Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশজুড়ে বর্ষণে ভাদ্রের শুরু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২০, ১২:০০ এএম

শরৎ ঋতুর প্রথম মাস ভাদ্রের শুরুটা হয়েছে দেশজুড়ে বৃষ্টিপাত দিয়েই। গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড কক্সবাজারে ১৮১ মিলিমিটার। চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ ও অতিবৃষ্টি হয়েছে। ঢাকাসহ অন্যান্য বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়। এ সময় ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ ৪৩ মিলিমিটার।

আজও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, রাজশাহীসহ দেশের অধিকাংশ স্থানে দমকা থেকে ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বর্ষণ, বজ্রসহ বৃষ্টিপাত, দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। চলতি সপ্তাহজুড়ে বৃষ্টি-প্রবণ আবহাওয়া বিরাজ করতে পারে।

ঘনঘোর বর্ষার মাস গেল শ্রাবণের বেশিরভাগ সময়ই ‘অকালে’ খরাদশা, অনাবৃষ্টি, অসহনীয় তাপদাহে জীবনযাত্রা ছিল অতিষ্ঠ। ভাদ্রের শুরুতে সারাদেশে বর্ষণে তাপদাহ কেটে গেছে। জনজীবনে স্বস্তি দিয়েছে এ প্রত্যাশিত বর্ষণ।
গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৩.৮ এবং সর্বনিম্ন কক্সবাজারে ২৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার পারদ সর্বোচ্চ ৩১ এবং সর্বনিম্ন ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, আজ সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। আবহাওয়া বিভাগ জানায়, বর্ষার মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় রয়েছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও এর সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও বাংলাদেশের সংলগ্ন দক্ষিণ-পশ্চিম এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে ভারতের ঝাড়খন্ড ও এর সংলগ্ন এলাকায় লঘুচাপ আকারে অবস্থান করছে।

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। এর ফলে বায়ুচাপে পার্থক্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর ও এর সংলগ্ন বাংলাদেশের উপক‚লীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপক‚লের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ