পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বসুন্ধরা ও রংধনু গ্রুপের উদ্যোগে ১০ হাজার পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার নাওড়ার এলাকার কায়েতপাড়া ইউনিয়নের অস্থায়ী কার্যালয় মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আব্দুল আউয়াল, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি হাফিজুর রহমান সজীব, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম চৌধুরী অপু, মোশারফ মেম্বার, মোয়াজ্জেম মেম্বার, আব্দুল মতিন মেম্বার, আব্দুল হাই মেম্বার, ছাত্রলীগ নেতা লুৎফর রহমান মুন্না, উপজেলা যুব মহিলা লীগের স্বর্প্না আক্তার, ইয়াছমিন, রত্মা আক্তার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক বলেন, জনগনের ভাগ্য উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত-দিন পরিশ্রম করে যাচ্ছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনদশায় সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন। ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে স্বাধীনতা এনে দিয়েছেন আর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলছেন। আওয়ামীগ সরকার ক্ষমতায় থাকাকালীন দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রীর জন্য রূপগঞ্জবাসী সবাই দোয়া করবেন তিনি যেন সুস্থ থেকে বাঙালি জাতির ভাগ্য উন্নয়নে কাজ করে যেতে পারেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।