পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সাগরে লাইটারেজ জাহাজ ডুবিতে নিখোঁজ ১৪ নাবিকের সন্ধান মিলেছে। দুর্ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর গতকাল রোববার তাদের উদ্ধার হওয়ার তথ্য জানা গেছে। বিআইডবিøউটিএ’র উপ-পরিচালক মোহাম্মদ সেলিম ইনকিলাবকে বলেন, জাহাজ ডুবির পর তারা দীর্ঘ সময় লাইফ জ্যাকেট পরে সাগরে ভাসতে থাকেন। পরে মাছ ধরার দুটি ট্রলার তাদের উদ্ধার করে। ভাসানচর থেকে তাদের উদ্ধার করে হাতিয়ায় নেওয়া হয়। সবাই সুস্থ আছেন।
চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জের পথে বৈরী আবহাওয়ায় উত্তাল সাগরে এক হাজার ৮০০ মেট্রিক টন গম বোঝাই ‘এমভি আখতার বানু’ নামে জাহাজটি শনিবার সকালে ডুবে যায়। তখন থেকেই নিখোঁজ ছিলেন ১৪ নাবিক। জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে আমদানি করা গম খালাস করে নারায়ণগঞ্জ যাচ্ছিলো।
তার আগে বৈরী আবহাওয়ায় হাতিয়ার ঠেঙ্গারচর এলাকায় এমভি-সিটি-১৪ নামের আরো একটি লাইটারেজ জাহাজ ডুবে যায়। জাহাজটি দুই হাজার মেট্রিক টন অপরিশোধিত চিনি নিয়ে চট্টগ্রাম থেকে নারায়নগঞ্জে যাচ্ছিল। তবে জাহাজে থাকা ১২ নাবিককে ওই পথ দিয়ে যাওয়া আরেকটি লাইটারেজ জাহাজ উদ্ধার করে। বিআইডবিøউটিএর কর্মকর্তারা জানান, দুর্ঘটনা এড়াতে ভবিষ্যতে ৩ নম্বর সঙ্কেতেও ওই চ্যানেলে জাহাজ চলাচল বন্ধ রাখার সুপারিশ করা হতে পারে বলে জানান কর্মকর্তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।