Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানুষের সেবা করলেই বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা জানানো হবে

প্রবাসী মন্ত্রী ইমরান আহমদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২০, ১২:০০ এএম

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, দেশের মানুষের সেবা করলেই বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা জানানো হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ ও জাতির জন্য সারাজীবন ত্যাগ স্বীকার করে গেছেন। শুধু নিজের নিরাপত্তার জন্য কিছু করেননি। মন্ত্রী আরো বলেন, যে জাতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, সে জাতি উন্নতি করতে পারে না। গতকাল শনিবার প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ প্রবাসী কল্যাণ ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ কালে এসব কথা বলেন। পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে শাহাদত বরণকারী সকলের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সামসুল আলম, প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান শামছুন নাহার, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল হাসান বাদল, প্রবাসী কল্যাণ ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক মাহতাব জাবিন এবং মন্ত্রণালয় , দপ্তর সংস্থার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পরে মন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোয়াইনঘাটে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাকিবের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজের প্রিন্সিপাল মো. ফজলুল হক, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টার।



 

Show all comments
  • Tareq Sabur ১৬ আগস্ট, ২০২০, ২:১০ এএম says : 0
    Yes, if you work for people and for country this will be considered as if you really respected Bangobandhu. So, ..........
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ