পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আখিরুল ইসলাম (২২) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
গত মঙ্গলবার মধ্যরাতে উপজেলা দাঁতভাঙ্গা ইউনিয়নের প্রত্যন্ত সীমান্ত এলাকার ১০৫২-৫৩ মেইন পিলারের চরইটালুকান্দা গ্রামের মাঝেরচর এলাকায় এ ঘটনা ঘটে। ভারতের আসামের আলগা ক্যাম্পের বিএসএফ জোয়ানরা ঘটনাটি ঘটিয়েছে বলে জানা গেছে। নিহত আখিরুল ইসলাম (২২) হলেন রৌমারী উপজেলার চরইটালুকান্দা গ্রামের আবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার মধ্যরাতে বাংলাদেশের বেশ কিছু গরু ব্যবসায়ী সীমান্ত পার হয়ে ভারত যান। গরু নিয়ে ভোরে সীমান্তের ১০৫২-৫৩ আর্ন্তজাতিক মেইন পিলার এলাকা দিয়ে আসার পথে আসামের আলগা ক্যাম্পের টহলরত বিএসএফ জোয়ানরা তাদের লক্ষ্য করে গুলি করে। এসময় অন্যরা পালিয়ে আসলেও আখিরুল ইসলাম ভারতের বিএসএফের গুলিতে মারা যান। পরে তার সঙ্গীরা লাশ উদ্ধার করে কবর দেয়।
রৌমারী থানার ওসি আবু মো. দিলওয়ার হাসান ইনাম জানান, এ ঘটনায় রৌমারী থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। নিহতের পরিবারে লোকজন পলাতক থাকায় কিভাবে মারা গেছে তা নিরুপণ করা সম্ভব হয়নি। আদালতের মাধ্যমে লাশ উত্তোলন করে ময়নাতদন্ত রিপোর্টের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজিবির ৩৫ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল এসএম আজাদ জানান, ঘটনাটি সীমান্ত হত্যা নাকি অভ্যন্তরীণ দ্ব›দ্ব পরিষ্কার নয়। তিনি আরও জানান, চোরাকারবারি নিজেদের মধ্যে দ্ব›েদ্বর কারণেও এ ঘটনা ঘটতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।