Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্থল বন্দরের কাজ আধুনিক ও নিরবিচ্ছন্ন করতে নীতিমালা প্রণয়নের সুপারিশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২০, ১২:০০ এএম

দেশের স্থল বন্দরগুলোর কার্যক্রম আধুনিক ও নিরবিচ্ছন্নভাবে পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সম্বলিত একটি নীতিমালা প্রণয়নের সুপারিশ করেছে নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠক থেকে পার্শ্ববর্তী দেশের সাথে সামাঞ্জস্য রেখে দ্রæত এই নীতিমালা প্রণয়নের জন্য বলা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম। বৈঠকে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য শাজাহান খান, মো. মজাহারুল হক প্রধান, মাহফুজুর রহমান, মো. আছলাম হোসেন সওদাগর ও এস এম শাহজাদা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে নৌ-পরিবহন অধিদপ্তর কর্তৃপক্ষ এবং বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত প্রকল্প গুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে চলমান প্রকল্পসমূহের কাজ দ্রæত শেষ করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া বৈঠকের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এবং তাদের পরিবারের সদস্যসহ অন্যান্য শহীদদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়।
##



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ