পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকার সাভারে বন্যার পানিতে ডুবে নিখোঁজ দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জুয়েল নামের আরও এক যুবক আহত হয়েছে। গতকাল বনগাঁও ইউনিয়নের বেড়াইদ দাসপাড়া এলাকায় একটি বিল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এরআগে গত সোমবার রাতে দাসপাড়া এলাকায় ট্রলারে করে যাওয়ার সময় একটি বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মৃত দুই জনের নাম সুমন, বয়স যথাক্রমে ১৯ ও ২০ বছর। তাদের একজন ইলেকট্রিশিয়ান ও অপরজন ট্রাকচালক। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তাদের বাড়ি বেড়াইল উত্তর ও দক্ষিণপাড়ায়।
ফায়ার সার্ভিস সদর দফতরের স্টেশন অফিসার প্রিন্স হাওলাদার জানান, সোমবার রাতে খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে প্রতিক‚ল পরিস্থিতি থাকায় মঙ্গলবার ভোর থেকে তারা উদ্ধার কাজ শুরু করেন। পরে প্রায় এক ঘণ্টার ব্যবধানে দুই জনের লাশ উদ্ধার করে ডুবুরি দল। তিনি আরও জানান, নিহতদের শরীরে পুরে যাওয়ার চিহ্ন রয়েছে, ধারণা করা হচ্ছে বিদ্যুতায়িত হয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।