পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পটুয়াখালীর কলাপাড়ায় পৃথক তিনটি ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। গত সোমবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এরা হলো পুলিশ কনেস্টেবল মো. শাখাওয়াত হোসেন (২২), বিদ্যুৎকর্মী মো. সানি (২৫) ও গৃহবধূ মো. আনোয়ারা বেগম (৬০)। এদের মধ্যে পুলিশ কনেস্টেবল শাখাওয়াত তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে কুয়াকাটা থেকে পটুয়াখালী যাচ্ছিল। পথিমধ্যে রজপাড়া নামক স্থানে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হয়। তার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। সে ওই এলাকার মো. সুজন খানের ছেলে।
এছাড়া মো. সানি পায়রা বন্দর এলাকায় আবাসনে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। সে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর গ্রামের মো. সাত্তার মুন্সির ছেলে।
অপরদিকে, উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামে আনোয়ারা বেগম নামে এক গৃহবধূ পারিবারিক কলহে বিষপানে আত্মহত্যা করেছে। সে মধুখালী গ্রামের হান্নান খন্দকারের স্ত্রী।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। থানায় তিনটি ইউডি মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।