পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আয়তনের দিক দিয়ে দেশের সবচেয়ে ছোট মহানগর সিলেট। অবশেষে সিলেট সিটি কর্পোরেশনের আয়তন বড় হচ্ছে। বর্তমান আয়তনের চেয়ে প্রায় ছয়গুণ আয়তন বাড়িয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিলেট জেলা প্রশাসন। সিলেট সদর ও দক্ষিণ সুরমার বেশ কিছু এলাকা যুক্ত হচ্ছে স¤প্রসারিত সিলেট সিটি কর্পোরেশনে। সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম স্বাক্ষরিত এক গত রোববার গণবিজ্ঞপ্তিতে সিলেট সিটি কর্পোরেশনের আয়তন বাড়িয়ে প্রাথমিকভাবে অন্তর্ভুক্ত এলাকার তালিকা / ভূমি প্রকাশ করা হয়।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বিষয়ে কারও কোনো পরার্মশ বা আপত্তি থাকলে আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে লিখিতভাবে জানাতে হবে। ২০১৪ সালে সিলেট সিটি করপোরেশন (সিসিক)-এর আয়তন বাড়ানোর উদ্যোগ নিয়েছিল নগর কর্তৃপক্ষ। নগরের বর্তমান আয়তনের প্রায় ছয়গুণ আয়তন বৃদ্ধির একটি প্রস্তাব জমা দেয়া হয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে। তবে প্রায় পাঁচ বছর ফাইলবন্দি অবস্থায় ছিল এ প্রস্তাবনা।
২০১৯ সালে সিটি করপোরেশনের আয়তন বাড়ানোর উদ্যোগ নিতে তাগাদা দেন সিলেট ১ আসনের (মহানগর ও সদর উপজেলা) সংসদ সদস্য, পররাষ্ট্রমন্ত্রী ড. আবুল কাশেম আবদুল মোমেন (একে আবদুল মোমেন)। এরপর নড়ে-চড়ে বসে স্থানীয় প্রশাসন। মন্ত্রী এ ব্যাপারে সিলেটে সংশ্লিষ্টদের নিয়ে আলোচনা সভা করে এর সীমানা নির্ধারণ করেন। দীর্ঘদিন পর এবার প্রশাসনিক কার্যক্রম শেষে গণবিজ্ঞপ্তি প্রকাশ করল জেলা প্রশাসন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।