Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে করোনা জয়ী ৩৩ পুলিশকে এসপির বরণ

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২০, ১২:০২ এএম

নোয়াখালীতে করোনা জয়ী আরও ৩৩ পুলিশ সদস্যদের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছেন জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন। গতকাল নোয়াখালী পুলিশ লাইনে শহীদ কনস্টেবল ময়নুল হক হলে অনুষ্ঠানের মাধ্যমে তাদের বরণ করা হয়।

পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত ৩৩ পুলিশ সদস্য করোনাভাইরাসকে পরাজিত করে সুস্থ হয়ে উঠেছেন। কাজে যোগদান উপলক্ষে তাদের উৎসাহ দিতে এ আয়োজন। জেলায় মোট ২২৫ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ২১৪ জন সুস্থ হয়ে কাজে যোগদান করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (ইন সার্ভিস ট্রেনিং সেন্টার) সাজ্জাত হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ