Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিসোর্ট অ্যান্ড স্পা’র ছয় মালিককে সম্পদ বিবরণীর নোটিস দুদকের

ক্যাসিনো-কান্ড

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২০, ১২:০২ এএম

‘সিলভেন ওয়াই রিসোর্ট অ্যান্ড স্পা লি:র ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন মন্টু এবং এটির ৬ পরিচালকের সম্পদ বিবরণী চেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ক্যাসিনো-কান্ড অনুসন্ধানের ধারাবাহিকতায় তাদের সম্পদ বিবরণী চাওয়া হয়েছে বলে জানা গেছে।নোটিশকৃত অন্যরা হলেন, একই প্রতিষ্ঠানের পরিচালক জামিল উদ্দিন শুভ,জাওয়াদ উদ্দীন আবরার, জিয়া উদ্দীন আবীর, মিনারুল আলম চাকলাদার, ফজলুল করিম চৌধুরী স্বপন এবং পরিচালক এসএইচ মোহাম্মদ মোহসীন। নোটিশে তাদের এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে ও বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়- দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী নির্ধারিত ছকে এ আদেশ পাওয়ার ২১ কর্মদিবসের মধ্যে দাখিল করতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করলে দুদক আইন ২৬(২)ধারা অনুসারে ব্যবস্থা নেয়া হবে-মর্মেও উল্লেখ করা হয় নোটিশে। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ধারা ২৬ এর উপধারা (১) এর ক্ষমতাবলে নোটিশটি জারি করেন দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ