Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিনহা হত্যার ঘটনায় সরকার বিব্রত: হানিফ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২০, ১২:০৩ এএম

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যাকান্ড প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আমরা যে কোনো অনাকাক্সিক্ষত ঘটনার জন্যই বিব্রত। এ ঘটনায় সরকারও বিব্রত, আমরা কষ্ট পেয়েছি। তবে ঘটনার সুষ্ঠু তদন্ত করা হচ্ছে, জড়িতদের আইনের আওতায় আনা হবে এবং কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। 

গতকাল কুষ্টিয়া সরকারি কলেজের সামনে নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি আরো বলেন, দেশের স্বাস্থ্যখাতে যে অব্যবস্থাপনা, এটি দীর্ঘদিনের ফল। শেখ হাসিনার সরকার এসব অনিয়ম বন্ধে কঠোর প্রদক্ষেপ নিয়েছে। অপকর্মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্নীতি বিরোধী এ মুহূর্তের অভিযানের বিরুদ্ধে কথা বলা মানেই বিএনপি দুর্নীতিকে উৎসাহ দিচ্ছে। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভির আরাফাত, জেলা পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম এবং জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।#



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ