Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক প্রশাসন পদে রদবদল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২০, ১২:০০ এএম

স্বাস্থ্য অধিদফতরের পরিচালকের (প্রশাসন) পদ থেকে ডা. বেলাল হোসেনকে বদলি করা হয়েছে। নতুন পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ মো. হাসান ইমামকে। গতকাল মন্ত্রনালয়ের উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপণে এই আদেশ প্রদান করা হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, বদলিকৃত কর্মকর্তারা আগামী তিন কর্ম দিবসের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৪র্থ কর্ম দিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক ভাবে অব্যহতি পেয়েছেন মর্মে গণ্য হবেন।
অধিদফতর সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি করোনাভাইরাস নিয়ন্ত্রনে টেকনোলজিষ্ট নিয়োগকে কেন্দ্র করে সমালেচিত হন ডা. বেলাল হোসেন। মোটা অংকের আর্থিক লেনদেনে এই নিয়োগ প্রক্রিয়া তার মাধ্যমে বাস্তবায়িত হয়। নানা অনিয়মের পরও অধিদফতরের দুর্নীতিগ্রস্ত সিন্ডিকেট তাকে সমর্থন দিলেও শেষ রক্ষা মেলেনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ