পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাময়িক বরখাস্তকৃত শিক্ষক সিরাজাম মুনিরার জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি এফআরএম নাজমুল আহসানের ভার্চুয়াল বেঞ্চ তাকে জামিন দেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাঙ্গাতœক স্ট্যাটাস দিয়েছিলেন সিরাজাম মুনিরা। এ অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা হয়।এ মামলায় তাকে গ্রেফতার করা হয়।তারপক্ষে জামিন শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়–য়া। জামিনের বিরোধিতা করেন ডেপুটি এটর্নি জেনারেল জাহাঙ্গীর আলম। গত ১৩ জুন লাইফ সাপোর্টে থাকা মোহাম্মদ নাসিম ইন্তেকাল করেন। এ নিয়ে বেরোবি’র বাংলা বিভাগের শিক্ষক সিরাজাম মুনিরা ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটা স্ট্যাটাস দেন বলে অভিযোগ ওঠে। যদিও স্ট্যাটাস দেয়ার কিছুক্ষণ পর সেটি তিনি মুছে ফেলেন। পরদিন তার বিরুদ্ধে মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১৭ জুন তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।