Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাবেক মন্ত্রিপরিষদ সচিব মুজিবুল হকের স্ত্রীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২০, ১২:০১ এএম

সাবেক মন্ত্রিপরিষদ সচিব মুজিবুল হকের স্ত্রী আরশেদা হক রাজধানী বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল বুধবার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় আক্রান্ত আরশেদা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার রাতে সেখানেই তার মৃত্যু হয়। ৮১ বছর বয়সী আরশেদা দীর্ঘদিন ধরে কিডনি ও হৃদযন্ত্রজনিত সমস্যা, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
গতকাল জোহরের নামাজের পর ধানমন্ডির ৭ নম্বর মসজিদে আরশেদা হকের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। স্বাধীনতা পদক জয়ী সাবেক মন্ত্রিপরিষদ সচিব মুজিবুল হক ২০১৪ সালে ইন্তেকাল করেন। চার মেয়ে ও নাতি নাতনি রেখে গেছেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ