পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনায় আক্রান্তদের জীবন ফিরিয়ে দিতে করোনায় জয়ী হয়েই প্লাজমা দান করতে ঢাকায় গেলেন ফরিদপুরের ৩৫ পুলিশ সদস্য। এ উপলক্ষে গতকাল দুপুরে ফরিদপুর পুলিশ লাইনের সম্মেলন কক্ষে এক অভিনন্দন আনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফরিদপুর পুলিশ বিভাগের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার আলিমুজ্জান। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, অতিরিক্ত পুলিশ (ডিএসবি) সাইফুজ্জামান, সদর সার্কেল মো. রাশেদ প্রমুখ।
এসময় পুলিশ সুপার বলেন, জেলায় দায়িত্বরত পুলিশের মধ্যে এ পর্যন্ত মোট ৩০৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১৭৪ জন সুস্থ হয়েছেন। যারা সুস্থ হয়েছে তাদের মধ্যে প্রথম দফায় ৩৫ জন ঢাকায় প্লাজমা দান করতে যাচ্ছে। পর্যায়ক্রমে করোনা জয়ী সকল পুলিশ সদস্যই প্লাজমা দান করবে বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।