পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) মহাপরিচালক মো. আবদুল ওয়াহাব ভ‚ঞাকে রংপুরের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় বিসিএস একাদশ ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাকে বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
রংপুরের বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলামকে গত ৯ জুলাই বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়। এরপর থেকে পদটি শূন্য ছিল। আবদুল ওয়াহাব এর আগে বরগুনা জেলার ডিসি ছাড়াও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতত্তে¡ এমএস ডিগ্রি অর্জন করেন তিনি। বাংলাদেশ স্কাউটস, ফরিদপুরের জেলা কমিশনারেরও দায়িত্বে ছিলেন। গত ১ মার্চ থেকে ব্যানবেইস এর মহাপরিচালকের দায়িত্বে আছেন তিনি। তার বাড়ি নেত্রকোণায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।