Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদন বৃদ্ধির ধারা বজায় রাখুন: প্রধানমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২০, ৮:৫৪ পিএম | আপডেট : ৮:৫৫ পিএম, ২৮ জুলাই, ২০২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ (এসডিজি) অর্জনের প্রয়াস চালিয়ে যাওয়ার পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে করোনা ভাইরাস মহামারির মধ্যেও কৃষিতে অর্জিত উৎপাদন বৃদ্ধির ধারা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘করোনা ভাইরাস আমাদেরকে কিছুটা পিছিয়ে দিলেও, আমাদের জনগণ যাতে খাদ্য সংকটে না ভোগে তা নিশ্চিত করতে মহামারির মধ্যেও কৃষিতে অর্জিত উৎপাদন বৃদ্ধির যে ধারা তৈরি হয়েছে তা বজায় রাখতে হবে।’

প্রধানমন্ত্রী আজ সকালে তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক)-এর নির্বাহী কমিটির সাপ্তাহিক বৈঠকে সূচনা বক্তব্যে এ কথা বলেন।

এ সময়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান গণভবনে উপস্থিত ছিলেন। একনেকের অন্য সদস্যরা রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি কনফারেন্স রুম থেকে বৈঠকে সংযুক্ত হন।
একনেকের চেয়ারপার্সন শেখ হাসিনা গত ১১ বছরে কৃষিখাতের উন্নয়নে তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ বিশদভাবে তুলে ধরেন।

তিনি বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সারের দাম কমানো, ভালো মানের বীজ ও অন্যান্য কৃষি উপরকণ সরবরাহসহ কৃষকদের সব ধরণের সহযোগিতা দিয়ে আসছি।
প্রধানমন্ত্রী আরো বলেন, ২ কোটি কৃষককে কৃষি উপকরণ সরবরাহ করার জন্যে কার্ড প্রদান করা হয়েছে। এছাড়া, ১ কোটি কৃষক ১০ টাকা করে জমা দিয়ে ব্যাংক একাউন্ট খুলেছেন।
আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের পর একাধিকবার সারের মূল্য কমিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি শাসনামলে প্রতি কিলোগ্রাম ডিএপি সারের মূল্য ছিল ৯০ টাকা। কিন্তু এখন কৃষকেরা সেই সার পাচ্ছেন ১২ টাকায়।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আরো উল্লেখ করেন, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবকলীগসহ দলের সকল সহযোগী সংগঠনের নেতা ও কর্মীরা বোরো মৌসুমে ধান কাটায় কৃষকদের সহায়তা করেছে।

তিনি ধান কাটার সময়ে কোভিড-১৯ আক্রান্ত হয়ে দলের যে সকল নেতা-কর্মী মারা গেছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। আমরা যদি সবার ঘরে খাবার নিশ্চিত করতে পারি, তাহলে অন্যান্য সমস্যার সমাধানও করা যাবে।

শেখ হাসিনা বলেন, দেশের অর্থনীতিতে কোভিড-১৯ এর আঘাত সত্ত্বেও এসডিজি অর্জনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, ‘আমাদের এসডিজি অর্জনের লক্ষ্য রয়েছে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমরা এসডিজির ১৭টি লক্ষ্যের মধ্যে বেশ কয়েকটি অন্তর্ভূক্ত করেছি এবং তা বাস্তবায়নের কাজ শুরু করেছি। ইনশাল্লাহ আমরা এসডিজি অর্জনে সক্ষম হবো। সূত্র: বাসস



 

Show all comments
  • ম নাছিরউদ্দীন শাহ ২৮ জুলাই, ২০২০, ১১:৩৩ পিএম says : 0
    মাননীয় প্রধান মন্তী আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সারা পৃথিবীর জমিনজুড়ে অদৃশ্য মহামারী ভাইরাসের আক্রান্তে মৃত্যুর মিছিল চলছে। দক্ষিণ এশিয়াই চীন ভারতের যুদ্ধের রন প্রস্তুতি পাকিস্তানের কৌশলী কুটনৈতিক খেলা। অত্র এলাকায় ভয়ংকর মানবিক বিপর্যয়ের পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা।আমাদের সমগ্রজাতি ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। দুটি রাষ্ট্র পরমানু শক্তিধর। পাকিস্তান চীনের অর্থনৈতিক বন্দি ইতিমধ্যে আপনাকে ফোনের আলাকবর্তিকা আন্তর্জাতিক গন মাধ্যমে গুরুত্ব দিয়েছে পাকিস্তান প্রকাশ করেছে কাশ্মীরের প্রসঙ্গ নিয়ে। আপনি বিশ্বের প্রভাবশালী নেতা দক্ষিণ এশিয়াই রাজনৈতিক কুটনৈতিক অদুরদর্শী চিন্তা বিচক্ষন বঙ্গবন্ধু কন‍্যা লৌহমানবী। চীন ভারতের অস্বাভাবিক পরিবেশ ফোনের আলোচনা গঠন মুলক দায়িত্বশীল কথাবার্তা বাংলাদেশ কে সম্মানিত করেছে। আমাদের আটার কোটি মানুষের জীবন জীবিকার জন্যে খাদ্য নিরাপত্তা নিশ্চিতরূপে কৃষির উপর নির্ভরশীল। আপনার বলিষ্ট সময় উপযোগী কৃষকদের স্বার্থে সিদ্ধান্ত বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। ইনশাআল্লাহ বাংলাদেশ কে অর্থনৈতিক পরাশক্তি দক্ষিণ এশিয়াই শক্তিশালী রাষ্ট্র সম্মান জনক অবস্থানে আজকের বাংলাদেশ। আপনাকে অপুরন্ত নিঃস্বার্থ দোয়া সালাম আর সালাম।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ