Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোরবানির চামড়ার মূল্য নির্ধারণে মাথানত করেছে সরকার

পীর সাহেব চরমোনাই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২০, ৮:১৮ পিএম

আসন্ন কোরবানির ঈদের আগে পশুর চামড়ার ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে দেশের চামড়াশিল্প ও দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। পীর সাহেব বলেন, এবার চামড়ার যে দাম নির্ধারণ করা হয়েছে তা গত বছরের চেয়েও অনেক কম। ফলে এবারও কোরবানির চামড়া নিয়ে ভয়াবহ সমস্যা সৃষ্টি হবে। তিনি বলেন, কোরবানির চামড়ার মূল্য নির্ধারণে সরকার সিন্ডিকোটে কাছে মাথানত করেছে।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, আসন্ন কোরবানির ঈদের আগে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে চামড়ার দাম নির্ধারণ ও সংঘবদ্ধ চক্রের হাত থেকে চামড়াশিল্পকে রক্ষা করতে হবে। তিনি বলেন, কোরবানির সময় আসন্ন অথচ সরকারের সংশ্লিষ্ট মহলের কোনো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। বিষয়টি অত্যন্ত হতাশা ও উদ্বেগের। কয়েক বছর ধরে একটি চক্র চামড়া খাতে নৈরাজ্য করে যাচ্ছে। ফলে চামড়াশিল্প ও বহু দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান সেই সাথে দেশের এতিম ও গরিব জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হচ্ছে।
পীর সাহেব চরমোনাই সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে চামড়ার দাম নির্ধারণ এবং চামড়ার বাজার নিয়ন্ত্রণ করতে হবে। নতুবা এই দেশের একটি সম্ভাবনাময় শিল্প খাত ধ্বংস হয়ে যাবে এবং বহু দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। চামড়ার বাজার নিয়ন্ত্রণ করে দেশের দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বাঁচাতে হবে। চামড়াশিল্প রক্ষা করা গেলে দেশের অর্থনীতি ও দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান উভয়টি উপকৃত হবে।
ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত : এদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা খুলনা রাজশাহী রংপুর বরিশাল ময়মনসিংহ বিভাগের দায়িত্বশীলদের সাথে আজ ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। ভার্চুয়াল আলোচনায় উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান ও মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, কেএম আতিকুর রহমান, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা নেছার উদ্দিন, অধ্যাপক সৈয়দ বেলায়েতে হোসেন। দলের মহাসচিব ইউনুছ আহমাদ বন্যাদুর্গত ব্যক্তিদের পাশে দাঁড়ানোর জন্য তিনি সমাজের বিত্তশালী ব্যক্তিবর্গ এবং বিশেষভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের জনশক্তিকে বন্যার্তদের সাহায্যার্থে চলমান তৎপরতা আরো বৃদ্ধি করার ও তা অব্যাহত রাখার আহ্বান জানান।



 

Show all comments
  • Mohammed Shah Alam Khan ২৮ জুলাই, ২০২০, ১১:১৪ পিএম says : 0
    কোরবানির পর পশুর চামড়া বা চামড়ার বিক্রিত টাকা এতিম বা দুস্তদের মধ্যেই বিতরণ করা হয়। সেইদিক থেকে চিন্তা করলে ঈদের সময়ে কোরবানির পশুর চামড়ার মূল্য যাতে বৃদ্ধি না হলেও মূল্য যাতে না কমে সেদিকে সরকারের নজর দেয়া প্রয়োজন। এখন সরকার যদি গুটি কয়েক চামড়ার ব্যাবসায়ীদের লাভবান হবার জন্যে কোরবানি দেয়া পশুর মূল্য কম করেদেয় তাহলে কারা বঞ্চিত হবে সেটা একবার সরকার প্রধানের ভাবা উচিৎ ছিল। আমরা জানি সরকার প্রধানের অনুমতি ছাড়া কোন কিছুই হয়না কাজেই এই চামড়ার মূল্য কমানোর দায় প্রধানমন্ত্রী এড়াতে পারেন না। সেজন্যেই আমার অনুরোধ সরকার যেন কোরবানি দেয়া পশুর চামড়ার মূল্য সঠিক ভাবে নির্ধারণ করে দেন এবং সেটাকে নিয়ন্ত্রণ করেন। আল্লাহ্‌ আমাকে সহ সবাইকে আল্লাহ্‌র বান্দাদের হক আদায় করার ক্ষমতা দান করেন। আমিন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ