Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

বন্যাদুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা জোরদার করতে হবে-খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২০, ৫:০১ পিএম

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, করোনাভাইরাসের মহাদুর্যোগের মধ্যে দেশের অধিকাংশ জেলায় বন্যার কারণে মানুষ নিদারুন কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। লাখো লাখো পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বিশেষ করে নি¤œ ও চরাঞ্চলের মানুষের দুর্ভোগ সীমাহীন। এ অবস্থায় বন্যা দুর্গত অঞ্চলে সরকারের পক্ষ থেকে তেমন কোন ত্রাণ তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। অথচ দুর্যোগ দুর্বিপাকে দেশের নাগরিকদের পাশে দাঁড়নো রাষ্ট্রের দায়িত্ব। এ ক্ষেত্রে সরকারের নির্বিকার থাকার সুযোগ নেই। বন্যাদুর্গত এলাকায় সরকারি ত্রাণ তৎপরতা জোরদার করতে হবে। একই সাথে সমাজের সামর্থ্যবান মানুষদেরকেও অসহায় বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে আসাতে হবে। খেলাফত মজলিস ঢাকা পশ্চিম জোনের বিভিন্ন জেলার নির্বাহী সদস্যদের এক ভার্চুয়াল তরবিয়তী মজলিসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আজ খেলাফত মজলিস বৃহত্তর ঢাকা পশ্চিম জোনের পরিচালক মুহাদ্দিস মাওলানা শেখ মুহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ভার্চুয়াল তরবিয়তী মজলিসে আরো বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্মমহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মো. আবদুল জলিল, মানিকগঞ্জ জেলা সভখাপতি মাওলানা মুহাম্মদ নূরুল ইসলাম, ঢাকা জেলা সভাপতি মাওলানা কাজী ফরোজ আহমদ সিরাজী, টাঙ্গাইল জেলা সভাপতি মুফতি আবু তাহের, মাওলানা শামসুল ইসলাম ও মাওলানা শহীদুল ইসলাম।

তিনি বলেন, ঈদুল আজহায় কোরবানির পশুর গোশত, চামড়ায় গরীবের যে হক রয়েছে তা তাদের কাছে পৌঁছে দিতে হবে। কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। কোরবানির পশুর চামড়ার বাজারে গত বছর যে ধ্বস নেমেছেল এ বছর তার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। চামড়ার বাজার নিয়ে গড়ে ওঠা অবৈধ সিন্ডিকেট দমন করতে হবে।
বৈঠকে খেলাফত মজলিসের মহাসচিব সংগঠনের সকল জেলা ও মহানগরীসহ সর্বস্তরের নেতাকর্মীদের দেশের করোনা ও বন্যা দুর্গত মানুষের সাহায্যে ত্রাণ তৎপরতায় ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ