Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আড়াইহাজারে ক্ষতিপূরণের চেক হস্তান্তর

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২০, ১২:০০ এএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানিজ অর্থনৈতিক অঞ্জলের জন্য অধিগৃহীত ভূমির ক্ষতিপূরণের এল এ চেক হস্তন্তর করা হয়। গতকাল সকাল ১০টায় উপজেলার ছনপাড়ায় এই চেক হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু, ভিডিও কনফারেন্সে যুক্ত হন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান পিএএ। আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন, সাতগ্রাম ইউপি চেয়ারম্যান ওয়াদুদ মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) মো. উজ্জল হোসেন ও ওসি (তদন্ত) শওকত হোসেন প্রমুখ।
জানা যায়, আড়াইহাজারের ছনপাড়া ও পাচঁরুখীতে জাপানিজ অর্থনৈতিক অঞ্জলের কাজ চলমান রয়েছে। এজন্য ১৩ জন ক্ষতিগ্রস্ত ভূমি মালিককে জমি ও অবকাঠামোর ক্ষতিপূরণ বাবদ ১০ কোটি ৫৩ লাখ ৫৫ হাজার ১শ’ টাকার চেক হস্তান্তর করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ