Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সার্জেন্টের মোটরসাইকেলে বোমাসদৃশ বস্তু, আতঙ্ক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২০, ১২:০১ এএম

রাজধানীর গুলিস্তান এলাকায় এক ট্রাফিক সার্জেন্টের মোটরসাইকেল থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। গত শনিবার দিবাগত রাতে গুলিস্তানে বঙ্গবন্ধু স্কয়ারের পূর্ব পাশে পুলিশ বক্সের সামনে বামাসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়। এ সময় আশপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, দায়িত্বরত এক ট্রাফিক সার্জেন্ট তার ব্যক্তিগত মোটরসাইকেল রাখার কিছুক্ষণ পর সেখানে এসে দেখতে পায় পিছনে একটা ব্যাগ ঝুলছে। ওই ব্যাগটি খুলে ভেতরে বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। পরে ডাকা হয় বোমা নিষ্ক্রিয়করণ দলকে। তারা এসে নিষ্ক্রিয় করার পর জানায়, ভিতরে ডেটোনেটর পাওয়া গেছে।
পল্টন মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, কে বা কারা একটি পানির বোতলে বালি ভরে কসটেপ দিয়ে পেঁচিয়ে একটা রিং যুক্ত করে বোমাসদৃশ বস্তু তৈরি করে। পরে সেটি এক ট্রাফিক সার্জেন্টের মোটরসাইকেলে রেখে চলে যায়। প্রাথমিকভাবে বোমা মনে হলেও বোম ডিস্পোজাল ইউনিট উদ্ধারের পর দেখা যায় এটি তেমন কিছুই নয়। তবে কে বা কারা এই কাজ করছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ