Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০ সদস্যের মধ্যে বৈঠকে উপস্থিত মাত্র ৩ জন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২০, ১২:০১ এএম

কমিটির সদস্য সংখ্যা ১০ জন হলেও মাত্র তিনজনকে নিয়েই বৈঠক করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। করোনাকালের জন্য দীর্ঘ চার মাস বিরতির পর এই কমিটির বৈঠক হলেও উপস্থিতি তেমন হয়নি। তবে এখন করোনাকালের কথা বলা হলেও এই কমিটিতে বরাবরই সদস্যদের উপস্থিতি কম।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এর আগে গত বছরের ২৯ নভেম্বর মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির বৈঠক বাতিল হয়। কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি ও শনবম জাহান ছাড়া ওই বৈঠকে আর কেউ উপস্থিত হননি। এরপর ১২ মার্চ কমিটির সর্বশেষ বৈঠক হয়। সেদিন সভাপতিসহ পাঁচজন সদস্য উপস্থিত ছিলেন।
গতকাল রোববার ১২তম বৈঠকে কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকিসহ মাত্র তিনজন উপস্থিত ছিলেন। এমনকি বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরাও অনুপস্থিত ছিলেন। অন্য দুইজন সদস্য হলেন মো. আব্দুল আজিজ এবং বেগম শবনম জাহান। আর প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা ছাড়াও লুৎফুন নেসা খান, সৈয়দা রাশিদা বেগম, মোজাম্মেল হোসেন, শাজাহান মিয়া, এ এম নাইমুর রহমান দুর্জয় এবং সালমা ইসলাম অনুপস্থিত ছিলেন। এ বিষয়ে কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি বলেন, হয়তো করোনাভাইরাসের কথা বিবেচনা করে অনেকে আসেননি। তবে কমিটির এক তৃতীয়াংশ সদস্য উপস্থিত থাকায় কোরাম পূর্ণ হয়েছে। এ জন্য আমরা বৈঠক করেছি। তিনি বলেন, বৈঠকে মন্ত্রণালয় থেকে জানানো হয়, করোনাভাইরাস পরিস্থিতিতে নারী ও শিশুর বিভিন্ন সমস্যা মোকাবিলায় নির্যাতিত, দুস্থ মহিলা ও শিশুকল্যাণ তহবিল থেকে বিভিন্ন উপজেলায় ১৩৫৯ জন নারী ও শিশুকে ৫৫ লাখ ৬৬ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।
নাম প্রকশে অনিচ্ছুক জাতীয় সংসদের এক কমিটি পরিচালক ইনকিলাবকে বলেন, শুধু মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি নয় অনেক কমিটিতে এমন ঘটনা ঘটঠে। আবার অনেক কমিটি উপস্থিত নেই তবুও টাকা তুলে নিয়ে যাচ্ছেন কমিটির সদস্যরা।
##



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ