পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
গত ২৫ জুলাই শহীদ আহমেদ নামের একজন বিদেশ গমনেচ্ছু কর্মী প্রবাসী কল্যাণ মন্ত্রীকে ফোন করে জানান যে তার পর্তুগাল গমনের ফ্লাইট ২৮ জুলাই। বিদেশে গমনের ক্ষেত্রে তার কোভিড-১৯ টেস্ট করা জরুরি হয়ে পড়েছে। কিন্তু স্বল্প সময়ের মধ্যে কিভাবে কোভিড-১৯ টেস্ট করাবেন এই নিয়ে সে দুশ্চিন্তায় পড়েছে। প্রবাসী মন্ত্রী ইমরান আহমদ শহীদের কথা মনোযোগ সহকারে শুনে তাঁর মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাসরীন জাহানকে শহীদের কোভিড-১৯ টেস্টের ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য নির্দেশনা প্রদান করেন। যুগ্মসচিব নাসরীন জাহান সাথে সাথেই সিলেটের সিভিল সার্জন ডাঃ প্রেমানন্দ মন্ডলকে শহীদের কোভিড-১৯ টেস্টের ব্যবস্থা গ্রহণ করতে বলেন। ডাঃ প্রেমানন্দ মন্ডল তাঁর কথায় সাড়া দিয়ে উক্ত কর্মীর কোভিড-১৯ টেস্টের ব্যবস্থা করেন। একদিনের মধ্যেই তার নেগেটিভ রিপোর্ট আসে। এতে প্রবাসী কর্মীর পর্তুগাল গমনের প্রক্রিয়া ঝুঁকিমুক্ত হয়। ডাঃ প্রেমানন্দ মন্ডল এর ত্বরিত সাড়াদান এবং কর্তব্য নিষ্ঠায় মুগ্ধ হয়ে প্রবাসী মন্ত্রী ইমরান আহমদ এমপি তাকে আজ ধন্যবাদ পত্র প্রেরণ করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।