Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাশ বহনে কোয়ান্টাম ফাউন্ডেশনকে ফ্রিজার ভ্যান দিয়েছে আইওএফ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২০, ৫:১১ পিএম

বাংলাদেশের বর্তমান করোনা দুর্যোগ পরিস্থিতিতে লাশ বহনের সুবিধার্থে কোয়ান্টাম ফাউন্ডেশনকে একটি ফ্রিজার ভ্যান প্রদান করছে আইজিডব্লিউ অপারেটস্ ফোরাম (আইওএফ)। রোববার (২৬ জুলাই) দুপুরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে আইওএফ’র পক্ষ থেকে নির্বাহী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল হান্নান (অবসরপ্রাপ্ত) ও প্রধান পরিচালন কর্মকর্তা মুশফিক মনজুর কোয়ান্টাম ফাউন্ডেশনের উপদেষ্টা ও বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব নুরুল কবীর সিদ্দিকীর কাছে এই ফ্রিজার ভ্যানটি হস্তান্তর করেন।

অনুষ্ঠানে বলা হয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আইওএফ সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। বর্তমান করোনা মহামারিতে সামাজিক উন্নয়নমূলক কাজের অংশ হিসেবেই কোয়ান্টাম ফাউন্ডেশনকে মৃতদেহ বহনের সহায়ক ফ্রিজার ভ্যান প্রদান করেছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে উপস্থিত আইওএফ’র কর্মকর্তাগণ বলেন, দেশের করোনাকালীন দুর্যোগে আমরা কোয়ান্টাম ফাউন্ডেশনকে ফ্রিজার ভ্যানটি হস্তান্তর করতে পেরে বেশ আনন্দিত। ভবিষ্যতে দেশ ও দেশের মানুষের জন্য আমাদের সামাজিক উন্নয়মূলক কাজ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইওএফের অর্থ ও হিসাব বিভাগের প্রধান এম মোখলেসুর রহমান, উপ-নির্বাহী পরিচালক সন্তু তালুকদার, কোয়ান্টাম ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর ডা. মনিরুজ্জামান, অর্গানিয়ার আনোয়ার হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ