Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্যের সাবেক ডিজির গ্রেফতার চেয়ে লিগ্যাল নোটিশ

রিজেন্ট-জেকেজির সাথে চুক্তি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২০, ১২:০০ এএম

রিজেন্ট এবং জেকেজির সঙ্গে চুক্তি করায় স্বাস্থ্য অধিদফতরের পদত্যাগকারী মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদকে গ্রেফতার এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। গতকাল অ্যাডভোকেট এসএম জুলফিকার আলী জুনু এ নোটিশ দেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক বরাবর এ নোটিশ পাঠানো হয়। প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে ব্যবস্থা না নিলে সংশ্লিষ্টদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে মর্মে হুঁশিয়ারি দেয়া হয় নোটিশে। এতে রিজেন্ট হাসপাতালকে অবৈধভাবে করোনা পরীক্ষার অনুমতি দেয়ায় তাকে গ্রেফতার এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়। বলা হয়, করোনা প্রকোপে দুর্নীতি-অব্যবস্থাপনা দেখে এটাই প্রমাণিত হয়, স্বাস্থ্য অধিদফতরের সাবেক ডিজির আশীর্বাদপুষ্টদের কাছে করোনা যেন আশীর্বাদরূপে আবিভর্‚ত হয়েছে।
স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী যেমন পিপিই, মাস্ক, ওষুধ কেনাকাটায় যেন হরিলুট চলছে। এর দায় স্বাস্থ্য অধিদফতরের পদত্যাগকারী সাবেক ডিজি এড়াতে পারেন না। করোনা মহামারির এই সঙ্কটকালে পুরো জাতি ভীষণভাবে উদ্বিগ্ন।
প্রতিদিন হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। সরকারি হিসেব মতেই গড়ে দৈনিক প্রায় ৪০ জনের মতো মানুষ করোনায় মারা যাচ্ছেন। জেকেজি ও রিজেন্ট হাসপাতালের প্রতারণা এবং রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তি স্বাক্ষরের দায় অবশ্যই আবুল কালাম আজাদকে নিতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ