পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর পুরানো ঢাকার একটি বাসায় গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরেক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত বৃহস্পতিবার সকালে বংশালের কসাইটুলি এলাকায় একটি দ্বিতীয় তলা ভবনের নিচতলায় গ্যাস লাইন বিস্ফোরণে ময়নুল ইসলাম নামের এক বছরের শিশুর মৃত্যু হয়। এ সময় তার বাবা মো. জাবেদ (৩৫) , মা শিউলি আক্তার (২৫) ও বোন জান্নাত (৪) দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়। গতকাল ভোরে চিকিৎসাধীন অবস্থায় জান্নাত মারা যান। তবে এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন জাবেদ ও শিউলি।
চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বলেন, জান্নাতে শরীর ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে তার মৃত্যু হয়েছে। এছাড়া তার বাবা জাবেদের শরীরের ৩০ শতাংশ, শিউলির ৭০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।