Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খান ব্রাদার্স গ্রুপ তামান্না ফার্মেসির ফ্রাঞ্চাইজি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২০, ৯:৪৭ পিএম

‘এক ফার্মেসিতে সব ওষুধ’ শ্লোগানে রাজধানীর মালিবাগ চৌধুরী পাড়ার কেবিজি টাওয়ারে ‌তামান্না ফার্মেসির নবম শাখার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এই মডেল ফার্মেসির মালিবাগ চৌধুরীপাড়া শাখার উদ্বোধন করেন নারায়নগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামিম ওসমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম ফজলুল হক। এ সময় উপস্থিত ছিলেন খান ব্রাদার্স গ্রুপের চেয়ারম্যান এনামুল কবির খান, ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল কবির খান, ভাইস চেয়ারম্যান রুহুল কবির খান, তামান্না ফার্মেসির ম্যানেজিং পার্টনার মো. আনোয়ার হোসেন মৃধা, পরিচালক তুহিন আক্তার শিউলি প্রমুখ।

এ কে এম শামিম ওসমান বলেন, তামান্না ফার্মেসি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার কথা চিন্তা করে সেবার মনোভাব নিয়ে গুণগত মানসম্পন্ন দেশী-বিদেশি সব ধরনের ওষুধ বাজারজাত করবে। তবে কেবল ওষুধ বিক্রি নয়; পণ্যের গুণগত মান ও সেবা নিশ্চিত করাও তামান্না ফার্মেসির প্রধান লক্ষ্য। তিনি আশা প্রকাশ করে বলেন, স্বল্প সময়ের মধ্যে এ অঞ্চলের প্রতিটি ঘরে তামান্না ফার্মেসির সেবা পৌঁছে যাবে। মানসম্মত এ পণ্য ব্যবহার করে এ অঞ্চলের মানুষও উপকৃত হবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ