Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শরিয়াহ্ভিত্তিক ব্যাংকিংয়ে বিষয়ে সাউথ বাংলা ব্যাংকের প্রশিক্ষণ উদ্বোধন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২০, ৭:২৯ পিএম

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত ‘ইসলামী শরিয়াহ্ভিত্তিক ব্যাংকিংয়ে দক্ষতা উন্নয়ন কর্মসূচি’ শীর্ষক ৮দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শনিবার (২৫ জুলাই) ভার্চ্যুয়াল প্লাটফরম জুম কনফারেন্সে কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিকুল ইসলাম চৌধুরী। আলোচক ছিলেন- বিশিষ্ট ব্যাংকার মো. ফরিদ উদ্দিন, শরিয়াহবিশ্লেষক মাওলানা মো. আব্দুর রাজ্জাক, বিআইবিএমের ফ্যাকাল্টি ড. মো. মোহাব্বত হোসেন। এ সময়ে ব্যাংকের পরিচালক ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন, ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান, মোহাম্মদ নাওয়াজ, হাফিজুর রহমান বাবু, শেখ মো. সাইদুজ্জামান, স্বতন্ত্র পরিচালক মো. সাজিদুর রহমান ও ড. সৈয়দ হাফিজুর রহমান, ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. মোকাদ্দেস আলী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ