পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বেসরকারি মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানে গ্রন্থাগারিক এবং সহকারী গ্রন্থাগারিক পদে নিয়োগে সমান সুযোগ চায় আলীম-ফাজিল- কামিলের ছাত্ররা। দাবিগুলো আগামি ১৫ দিনের মধ্যে কার্যকর না করা হলে আমরা আমরন অনশন ও অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে বলে দাবি করেন কমিটির সভাপতি জিএম আমিনুল ইসলাম।
গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন সমমান বঞ্চিত লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স শিক্ষার্থী জাতীয় ঐক্য পরিষদের আয়োজনে- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮' এর ১৫ নং পদ গ্রন্থাগারিক এবং ৩৫ং পদ সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দ্রুত সংশোধন করে সমমান করার দাবি গুলো তুলে ধরা হয়।
দাবি গুলো হচ্ছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ সংশোধন এবং গ্রন্থাগারিকে উল্লেখিত কামিল এবং সহকারী গ্রন্থাগারিকে উল্লিখিত ফাজিল স্নাতক ও সমমান করা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো-২০১০, সংশোধিত-২০১৩ নীতিমালায় গ্রন্থাগারিক ও সহকারী গ্রন্থাগারিক হবে নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতায় সমমান ছিল, তা বহাল রাখতে হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান(মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ এ গ্রন্থাগারিকে উল্লেখিত কামিল এবং সহকারী গ্রন্থাগারিকে উল্লিখিত ফাজিল ডিগ্রি সংশোধন করে স্নাতক ও সমমান ডিগ্রি করতে হবে। নীতিমালাটি সংশোধন না হওয়া পর্যন্ত মাদ্রাসায় উক্ত পদদুটির চলমান নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধ রাখতে হবে। আমরা যারা জেনারেল বা অনার্স মাস্টার্স ডিগ্রিধারী এবং লাইব্রেরি এন্ড ইইনফরমেশন সায়েন্সে ডিপ্লোমাধারী তাদের সকলকে সবক্ষেত্রে সমমান যোগ্যতা দেওয়ার দ্রæত দাবি জানাচ্ছি। বক্তব্য রাখেন, সংগঠনের সাধারন সম্পাদক আউয়াল ফারাজি, আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।