Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রন্থাগারিক ও সহকারী গ্রন্থাগারিক পদে নিয়োগে সমান সুযোগের দাবি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২০, ১২:০০ এএম

বেসরকারি মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানে গ্রন্থাগারিক এবং সহকারী গ্রন্থাগারিক পদে নিয়োগে সমান সুযোগ চায় আলীম-ফাজিল- কামিলের ছাত্ররা। দাবিগুলো আগামি ১৫ দিনের মধ্যে কার্যকর না করা হলে আমরা আমরন অনশন ও অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে বলে দাবি করেন কমিটির সভাপতি জিএম আমিনুল ইসলাম।
গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন সমমান বঞ্চিত লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স শিক্ষার্থী জাতীয় ঐক্য পরিষদের আয়োজনে- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮' এর ১৫ নং পদ গ্রন্থাগারিক এবং ৩৫ং পদ সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দ্রুত সংশোধন করে সমমান করার দাবি গুলো তুলে ধরা হয়।
দাবি গুলো হচ্ছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ সংশোধন এবং গ্রন্থাগারিকে উল্লেখিত কামিল এবং সহকারী গ্রন্থাগারিকে উল্লিখিত ফাজিল স্নাতক ও সমমান করা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো-২০১০, সংশোধিত-২০১৩ নীতিমালায় গ্রন্থাগারিক ও সহকারী গ্রন্থাগারিক হবে নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতায় সমমান ছিল, তা বহাল রাখতে হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান(মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ এ গ্রন্থাগারিকে উল্লেখিত কামিল এবং সহকারী গ্রন্থাগারিকে উল্লিখিত ফাজিল ডিগ্রি সংশোধন করে স্নাতক ও সমমান ডিগ্রি করতে হবে। নীতিমালাটি সংশোধন না হওয়া পর্যন্ত মাদ্রাসায় উক্ত পদদুটির চলমান নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধ রাখতে হবে। আমরা যারা জেনারেল বা অনার্স মাস্টার্স ডিগ্রিধারী এবং লাইব্রেরি এন্ড ইইনফরমেশন সায়েন্সে ডিপ্লোমাধারী তাদের সকলকে সবক্ষেত্রে সমমান যোগ্যতা দেওয়ার দ্রæত দাবি জানাচ্ছি। বক্তব্য রাখেন, সংগঠনের সাধারন সম্পাদক আউয়াল ফারাজি, আবু বক্কর সিদ্দিক প্রমুখ।



 

Show all comments
  • Humayun kabir ৪ আগস্ট, ২০২০, ৪:১১ পিএম says : 0
    নিয়োগের ক্ষেত্রে সমান সুযোগদেওয়া হোক
    Total Reply(0) Reply
  • মোঃ শাহাদাৎ হোসেন ১৬ আগস্ট, ২০২০, ৫:৪৬ পিএম says : 0
    আসসালামু আলাইকুম আপনারা অবগত আছেন যেমাদ্রাসা শিক্ষার জনবল কাঠামো নীতিমালা নীতি মালায় নতুন কিছু পদ সৃষ্টি হয়েছে তার মধ্যে লাইব্রেরিয়ানসায়ন্স একটি পদ উক্ত পদে নিয়োগের ক্ষেত্রে যে শিক্ষা গত যোগ্যতা চাওয়া হয়েছে তা হলো ফাজিলপাশ অথবা স্বীকৃত বিশ্ব বিদ্যালয় হতে আরবি বিষয়েে স্নাতক ডিগ্রী। তাহলে দেখা যাচ্ছে আমরা যারা জেনারেল শিক্ষা ছাত্রছাত্রী তাদের আবেদন করার কোন সুযোগ নেই। সৃষ্টি হয়েছে বিশাল বৈষম্য পদটি আরবি বিষয়তো নয়।এটি একটি লাইব্রেরির বিষয় একটি রুমে সুন্দর করে বই সাজিয়ে শিক্ষার প্রতি ছাত্র ছাত্রী আগ্রহীকরে তোলার বিষয় শুধু আরবি বিষয় নয়।থাকতে পারে লাইব্রেরিতে হাজার রকমেেে বইর
    Total Reply(0) Reply
  • মোঃ শাহাদাৎ হোসেন ১৬ আগস্ট, ২০২০, ৫:৪৭ পিএম says : 0
    আসসালামু আলাইকুম আপনারা অবগত আছেন যেমাদ্রাসা শিক্ষার জনবল কাঠামো নীতিমালা নীতি মালায় নতুন কিছু পদ সৃষ্টি হয়েছে তার মধ্যে লাইব্রেরিয়ানসায়ন্স একটি পদ উক্ত পদে নিয়োগের ক্ষেত্রে যে শিক্ষা গত যোগ্যতা চাওয়া হয়েছে তা হলো ফাজিলপাশ অথবা স্বীকৃত বিশ্ব বিদ্যালয় হতে আরবি বিষয়েে স্নাতক ডিগ্রী। তাহলে দেখা যাচ্ছে আমরা যারা জেনারেল শিক্ষা ছাত্রছাত্রী তাদের আবেদন করার কোন সুযোগ নেই। সৃষ্টি হয়েছে বিশাল বৈষম্য পদটি আরবি বিষয়তো নয়।এটি একটি লাইব্রেরির বিষয় একটি রুমে সুন্দর করে বই সাজিয়ে শিক্ষার প্রতি ছাত্র ছাত্রী আগ্রহীকরে তোলার বিষয় শুধু আরবি বিষয় নয়।থাকতে পারে লাইব্রেরিতে হাজার রকমেেে বইর
    Total Reply(0) Reply
  • মোঃ শাহাদাৎ হোসেন ১৬ আগস্ট, ২০২০, ৫:৫৬ পিএম says : 0
    আসসালামু আলাইকুম আপনারা অবগত আছেন যেমাদ্রাসা শিক্ষার জনবল কাঠামো নীতিমালা নীতি মালায় নতুন কিছু পদ সৃষ্টি হয়েছে তার মধ্যে লাইব্রেরিয়ানসায়ন্স একটি পদ উক্ত পদে নিয়োগের ক্ষেত্রে যে শিক্ষা গত যোগ্যতা চাওয়া হয়েছে তা হলো ফাজিলপাশ অথবা স্বীকৃত বিশ্ব বিদ্যালয় হতে আরবি বিষয়েে স্নাতক ডিগ্রী। তাহলে দেখা যাচ্ছে আমরা যারা জেনারেল শিক্ষা ছাত্রছাত্রী তাদের আবেদন করার কোন সুযোগ নেই। সৃষ্টি হয়েছে বিশাল বৈষম্য পদটি আরবি বিষয়তো নয়।এটি একটি লাইব্রেরির বিষয় একটি রুমে সুন্দর করে বই সাজিয়ে শিক্ষার প্রতি ছাত্র ছাত্রী আগ্রহীকরে তোলার বিষয় শুধু আরবি বিষয় নয়।থাকতে পারে লাইব্রেরিতে হাজার রকমেেে বই সুতরাংলাইব্রেরি পদ পদ সবার জন্য উন্মুক্ত চাই মাননীয় শিক্ষামন্ত্রী সচিব মহোদয়য়ের নিকট বিশেষ অনুরোধ আল্লাহ হাফে।
    Total Reply(0) Reply
  • মো: জহিরুল ইসলাম ৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:২২ পিএম says : 0
    আমার মনে হয় এখানে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য পদটি থাকা উচিৎ অথবা যারা জেনারেলে পড়াশুনা করেছেন তাদের জন্য একটা আরবী ডিপ্লোমা কোর্স চালু করা দরকার। কারণ মাদ্রাসার গ্রন্থাগারে অনেক বই যা আরবীতে হয়। একজন গ্রন্থাগারিক যাদি আরবী নাই জানেন তাহলে সে কীভাবে ক্যাটালগ করবে? বা কীভাবে সার্ভিস দিবে। সাধারণত একটা কলেজের শিক্ষার্থীদের যে বিষয় থাকে মাদ্রসার শিক্ষার্থীদেরও সে বিষয় থাকে কিন্তু মাদ্রসার শিক্ষার্থীদের অতিরিক্ত হিসেবে আবার আরবী বিষয় পড়তে হয় । তাদের বাধ্যতামূলক আরবী বিষয় থাকে। তহলে মাদ্রসার শিক্ষার্থীদের যে যোগ্যতা থাকবে কলেজের শিক্ষার্থীদেরও তো সে যোগ্যতা থাকতে হবে। তাই মাদ্রাসার গ্রন্থাগারিক ও সহকারী গ্রন্থাগারিক পদে জেনারেলদের আবেদন করার অধিকার দেওয়ার আগে তাদের আবরী বিষয়ে ডিপ্লোমা করার ব্যবস্থা করা একান্ত দরকার। যদি তারা আরবী বিষয়ে ডিপ্লোমা করতে পারে তবে কোন আপত্তি থাকার কথা না। আমি অন্য একটি সাক্ষাৎকারে বলেছি তারা যুক্তি দেখায় ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় তো কতো বিষয় আছে সেখানে কি সবাই আবদেন করে না? তাহলে মাদ্রসায় কেন পারবে না। এখানে কথা হলো বিশ্ববিদ্যালয় কি গ্রন্থাগারিক একজন না কি অনেক আছে? ভালো করে খবর নিয়ে দেখবেন সেখানে একজনই সার্ভিস দেয় না । যে আন্র্তজাতিক ভাষার বই ওখানে আছে তা ইংরেজিতে ক্যাটালগ করা যায়। কিন্তু মাদ্রসার বই ইংরেজিতে ক্যাটালগ করার কোন সুযোগ নেই। তাছাড়া মাদ্রসার ক্যাটগলের জন্য মাত্র একটি পদ । সুতারং এখানে জেনারেলদের আবেদন করার সুযোগ দিতে হলে অবশ্যই তাদের আবরীতে ডিপ্লোমা করতে হবে আগে। আশাকরি বিষয়টি ক্লিয়ার। তারপরও কোন মন্তব্য থাকলে জানাতে পারেন। এখানে খামখেয়ালির কোন কথা নেই সবকিছুর একটা যোক্তিক কারণ থাকতে হবে।
    Total Reply(0) Reply
  • শামসুলআলম(তারেক) ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১১:৩১ এএম says : 0
    মাননীয় শিক্ষা মন্ত্রী, মাননীয় আইন প্রণেতাগন, শিক্ষা সচিব মহোদয়সহ সংশ্লিষ্ট সকলেই বিষয়টা ভেবে দেখবেন। আপনাদের সিদ্ধান্তের উপর সম্মান রাখি।মাদ্রাসা শিক্ষার জনবল কাঠামো নীতি মালায় নতুন কিছু পদ সৃষ্টি হয়েছে তার মধ্যে লাইব্রেরিয়ান সাইন্স(সহকারী লাইব্রেরিয়ান) একটি নবসৃষ্ট পদ। উক্ত পদে নিয়োগের ক্ষেত্রে যে শিক্ষা গত যোগ্যতা চাওয়া হয়েছে তা হলো ফাজিলপাশ অথবা স্বীকৃত বিশ্ব বিদ্যালয় হতে আরবি বিষয়েে স্নাতক ডিগ্রী থাকার পাশাপাশি লাইব্রেরিয়ান বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর কিংবা ডিপ্লোমা কমপ্লিট হলে ঢুকতে পারবে অতএব এখানে যদি জেনারেলদের অগ্রাধিকার দেওয়া হয় সেক্ষেত্রে মাদ্রাসা একাডেমিক বইয়ের গুরুত্ব হারিয়ে যাবে। এক জন মাদ্লারাসা ইব্রেরীয়ানের যে মূল দায়িত্ব থাগবে ছাত্রদের একাডেমিক বইয়ের পাশাপাশি মাদ্রাসা আনুষঙ্গিক বই পড়ার প্রতি উৎসাহ প্রদান ও প্রেরণা দেওয়া যেটা জেনারেলের লাইনে পড়ুয়া একজন লাইব্রেরিয়ান ব্যর্থ হবেন। কাজেই এই পদের জন্য মাদ্রাসাপড়ুয়া ছাত্রেরঅগ্রাধিকারবেশি বলে মনে করি।
    Total Reply(0) Reply
  • মোঃ শাহাদাৎ হোসেন ১৩ সেপ্টেম্বর, ২০২০, ৮:৪৬ পিএম says : 0
    আসসালামুলা আলাইকুম জামিয়াতুলমোদারীসিন ভুল বুঝেছেন এটি একটি সাবজনিন পদ এখানে শুধু আরবি বই নয় লাইব্রেরি তে থাকে অনেক রকমের বই। আপনারা ভালো করে যেনেে নিবেন মাদ্রাসায় ১৬ টি বিষয়ের ১১টি বিষয় জেনারেল বিষয় আর আরবি পড়ানো জন্য আরবি টিচার তো রয়েছেন সুতরাং আপনারাএকটা সগঠন অপব্যাখ্যা দিবেনা। মাদ্রাসায় যারাা পড়ে তারও আপনাদের সন্তান যারা জেনারেল বিষয়েে পড়ে তারও আপনাদের সন্তান দুই সন্তানকে দুই ভাবে দেখবেনা যেহেতু আপনারা একটা সংগঠন তাই যে কথা বলেন দায়িত্বশীল হয়ে কথা বলবেন । সকলে যেন আপনার কথার প্রতিশ্রদ্ধাশীল হন। লাইব্রেরিপদে জন্য দরকার লাইব্রেরিয়ান সায়েন্স ডিপোমা। এখানে অনেক রকমের ভাষার বই থাকতে পারে সুতরাং সকল ছাত্রছাত্রী আবেদনের সুযোগ থাকাটাই অধিক যুক্তিক আমরা চাই সবার আবেদনের জন্য উন্মুক্ত হয়ে যাক। কেউ-ই যেন বৈষম্যের শিকার না হয়। প্রতিটা ছাত্রছাত্রী তার অধিকার ফিরে পায় ্এই কামনায় আল্লাহ হাফেজ।
    Total Reply(0) Reply
  • মোঃ হাবিবুর রহমান ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:৪৬ পিএম says : 0
    ৩সেপ্টম্বর মহামান্য হাইকোর্টের আদেশের সমমানের বিষয়টি যেন কার্যকর হয়।
    Total Reply(0) Reply
  • Md. Najir Hosan ২১ সেপ্টেম্বর, ২০২০, ৫:১৭ পিএম says : 0
    আসসালামু আলাইকুম আপনারা অবগত আছেন যেমাদ্রাসা শিক্ষার জনবল কাঠামো নীতিমালা নীতি মালায় নতুন কিছু পদ সৃষ্টি হয়েছে তার মধ্যে লাইব্রেরিয়ানসায়ন্স একটি পদ উক্ত পদে নিয়োগের ক্ষেত্রে যে শিক্ষা গত যোগ্যতা চাওয়া হয়েছে তা হলো ফাজিলপাশ অথবা স্বীকৃত বিশ্ব বিদ্যালয় হতে আরবি বিষয়েে স্নাতক ডিগ্রী। তাহলে দেখা যাচ্ছে আমরা যারা জেনারেল শিক্ষা ছাত্রছাত্রী তাদের আবেদন করার কোন সুযোগ নেই। সৃষ্টি হয়েছে বিশাল বৈষম্য পদটি আরবি বিষয়তো নয়।এটি একটি লাইব্রেরির বিষয় একটি রুমে সুন্দর করে বই সাজিয়ে শিক্ষার প্রতি ছাত্র ছাত্রী আগ্রহীকরে তোলার বিষয় শুধু আরবি বিষয় নয়।থাকতে পারে লাইব্রেরিতে হাজার রকমেেে বই
    Total Reply(0) Reply
  • রাবেয়া সুলতানা ১২ নভেম্বর, ২০২০, ৮:৪৩ এএম says : 0
    আসসালামু আলাইকুম- আমি একজন জেনারেল আমি প্রতিটি শ্রেনিতে ১ম বিভাগে পাশ করেছি আমি ডিপলমা করেছি আমি ইসলামিক ভাবে চলি এখন আমার কি চাকরি হবেনা আমরা সমমান চাই
    Total Reply(0) Reply
  • মোঃ শাহাদাৎ হোসেন ১৮ নভেম্বর, ২০২০, ৭:৫৬ এএম says : 0
    দার রুদ্ধ করে ভোমো টারে রুখি। সত্য বলে তাহলে কোথা দিয়ে ঢুকি। বাংলাদেশ জামিয়াতুল মোদ্দাররীসিন যা বলেছেন ঠিক এই লাইন বিশ্লেষণ করলে পাওয়া যাবে ৷ আপনারা যদি মনে করেন জেনারেল শিক্ষার ছাত্র ছাত্রী আরবি বুঝেনা তাহলে তাদের আরবি শিক্ষার কাছে যেতে দিন, আপনি তাদেরকে ধর্ম শিক্ষার সুযোগ থেকে দুরে ঠেলে দিচ্ছেন কেন। একজন জেনারেল শিক্ষার মুসলমান আরবি বিষয়ে কাছে গেলে সে আরও সুন্দর৷ ও ইসলামে কাজ করতে পারবে,ইসলামী অনুশাসনে জীবন ধারন করতে পারেন জেনারেল শিক্ষা করছে তাই কি সে ধর্মেেের বাইরে চলে গেছে তাতো না । আসুন আমরা সবাই মিলে আমাদের যার যার দায়িত্বে থেকে সকলের সম অধিকার ফিরে দিয়ে আমাদের ইসলাম ধর্ম টাকে সমৃদ্ধি ও মহিমান্বিত করে গড়ে তোলার চেষ্টা করি ইনশাআল্লাহ।
    Total Reply(0) Reply
  • ERSHADUR RAHMAN ১৮ জানুয়ারি, ২০২১, ১১:৩৯ পিএম says : 0
    সকলের সমান অধিকার নিশ্চিত করা হোক।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ