Inqilab Logo

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কাউন্সিলরকে জানানোর নির্দেশ হাইকোর্টের

হাউজিং কমপ্লেক্সে কোরবানি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২০, ১২:০৩ এএম

পবিত্র ঈদুল আজহায় হাউজিং সোসাইটিতে কোরবানির পশু সংরক্ষণ ও জবাইয়ের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে জানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট পিটিশনের শুনানি শেষে গতকাল বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চ এ নির্দেশ দেন। আদেশের বিষয়টি জানিয়েছেন রিটের আইনজীবী শেখ ওমর শরীফ। 

তিনি বলেন, করোনা প্রকোপে জনসমাগম এড়াতে জাপান গার্ডেন সিটির প্রকল্প অভ্যন্তরে কোরবানির পশু প্রবেশ করানো যাবে না মর্মে নোটিশ জারি করে ফ্ল্যাট মালিক সমিতি। ইস্টার্ন টাওয়ার ফ্ল্যাট মালিক সমবায় সমিতি, লাক্সারি অ্যাপার্টমেন্ট ওনার্স ওয়েলফেয়ার সোসাইটিও একই ধরণের নোটিশ জারি করে। এ নোটিশ চ্যালেঞ্জ করে রিট করা হয়। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ