Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হারানো পদ ফিরে পেলেন মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক

বাংলাদেশ ব্যাংকের ভুল

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২০, ১২:০০ এএম

বাংলাদেশ ব্যাংকের ভুলে ঋণ খেলাপির অভিযোগে পদ হারানো পরিচালক তাঁর পদ ফিরে পেয়েছেন। মার্কেন্টাইল ব্যাংকের এই পরিচালক হলেন এ এস এম ফিরোজ আলম। কেন্দ্রীয় ব্যাংকে ঋণ পরিশোধের তথ্য পৌঁছানোর পরও করোনাভাইরাসের অজুহাতে এবং সিআইবি রিপোর্ট হালনাগাদ হতে দেরি হওয়ায় খেলাপি তালিকায় নাম উঠে এস এম ফিরোজ আলমের। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ঋণ খেলাপি ব্যক্তি কোনো ব্যাংকের পরিচালক হতে পারেন না। সে অনুযায়ী মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক পদ হারান ফিরোজ আলম। স¤প্রতি এ ঋণ পরিশোধের তথ্য হালনাগাদ হওয়ায় মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক পদ ফিরে পান তিনি। 

গতকাল বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের যুগ্ম পরিচালক সৈয়দা রেজওয়ানা বেগম স্বাক্ষরিত ব্যাংকের পরিচালক নিয়োগ সংক্রান্ত একটি চিঠি মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, আপনাদের চলতি ১৬ জুলাই তারিখে পত্র নং এমবিএল/বো.স./২৫ড়/২০২০ এর প্রতি দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। ২৪ জুন ব্যাংকের ২১তম বার্ষিক সাধারণ সভায় নির্বাচিত এ এসএম ফিরোজ আলমকে ব্যাংকের পরিচালনা পরিষদের পরিচালক হিসেবে নিযুক্তিতে অনুমোদন দেয়া হলো।
গত ৫ জুলাই বাংলাদেশ ব্যাংকের দুর্বলতায় ঋণখেলাপির দায়ে ফিরোজ আলম ব্যাংকের পরিচালক পদ হারান। সে সময় বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয় এ এস এম ফিরোজ আলম এর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে খেলাপি ঋণ থাকায় ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ১৫ (৬) (উ) ধারা বিধান অনুযায়ী এস এম ফিরোজ আলমকে মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পরিষদের পরিচালক নিয়োগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন দেয়ার সুয়োগ নেই।
সূত্র মতে, গত ২৪ জুন মার্কেন্টাইল ব্যাংকের ২১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নির্বাচিত চারজন পরিচালক হিসেবে অনুমোদন চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয় ব্যাংকটি। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক তিনজনকে ব্যাংকের পরিচালক হিসেবে অনুমোদন দেয়। এই তিনজনের মধ্যে রয়েছেন এ কে এম সাহিদ রেজা, মোশাররফ হোসেন এবং এম আমানউল্লাহ।
জানা গেছে, করোনার কারণে সিআইবি রিপোর্ট আপডেট না করায় তিনি খেলাপি হন। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক এটি সংশোধন করলে মার্কেন্টাইল ব্যাংক থেকে ফিরোজ আলমকে পরিচালক পদে নিয়োগের জন্য ১৬ জুলাই সুপারিশ করা হয়। এর প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক গতকাল এটি অনুমোদন দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ