পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরো ৮০৯ জনের নমুনা পরীক্ষা করে ১৩৩ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি, সুস্থ হয়েছেন ৩২৩ জন। গতকাল সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান। তিনি বলেন, ২৪ ঘণ্টায় আরও ১৩৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রামের পাঁচটি ল্যাবে ৮০৯টি নমুনা পরীক্ষায় এই ফলাফল পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তে সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ১৯৮ জনে।
তাদের মধ্যে গতকাল পর্যন্ত সুস্থ হয়েছেন আট হাজার ৩৩৩ জন। হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এক হাজার ৬৬৭ জন। আর বাসায় থেকে সুস্থ হয়েছেন ছয় হাজার ৬৬৬ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৫৪ জন এবং বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন দুই হাজার ২৭৭ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২২৫ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।