পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ভারতের কলকাতা থেকে আসা সিমেন্টের কাঁচামাল ফ্লাই অ্যাশ বোঝাই একটি জাহাজ চাঁদপুরের মেঘনায় প্রবল স্রোতে ডুবে যায়। এ ঘটনার এমভি ইজ্জাহ-৩ নামে জাহাজের ১৪ নাবিককে উদ্ধার করেছে কোস্টাগার্ড। গত মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর সদরের নদীর হরিণা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনা সংবাদ পেয়ে তাৎক্ষণিক কোস্টগার্ড, চাঁদপুর স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে জীবিত অবস্থায় ডুবে যাওয়া জাহাজের ১৪ নাবিককে উদ্ধার করে।
গত ৫ দিন আগে ভারতের কলকাতা থেকে এমভি ইজ্জাহ-৩ জাহাজটি ৮শ› ৬০ মেট্রিকটন ফ্লাই অ্যাশ (সিমেন্টের কাঁচামাল) নিয়ে বাংলাদেশের মেঘনা ঘাটের উদ্দেশ্যে রওনা করে।
জাহাজটি মঙ্গলবার চাঁদপুর মেঘনা নদীর হরিণা এলাকায় পৌঁছালে তীব্র স্রোতের মুখে পড়ে নদীতে নোঙ্গর করে। পরে স্রোতের চাপ বেড়ে গেলে নোঙ্গর ছিঁড়ে পাশের অন্য একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।
চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার এ এস এম লুৎফর রহমান জানান, উদ্ধার হওয়া জাহাজের নাবিকরা সবাই নিরাপদে আছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।