Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

পানিবদ্ধতা নিরসনে সমন্বয় প্রয়োজন : মেয়র নাছির

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২০, ১২:০৩ এএম

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, পানিবদ্ধতা নিরসনে, সিটি কর্পোরেশন, সিডিএ, পানি উন্নয়ন বোর্ড ও ওয়াসাসহ সব সংস্থার সমন্বয় প্রয়োজন। নগর উন্নয়নে একজন জনপ্রতিনিধি হিসেবে যেভাবে যা কিছু দরকার তা করতে উদ্যোগী হয়েছি। আশাকরি এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। 

তিনি গতকাল নগরীর শুলকবহরে কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন শেষে এসব কথা বলেন। মেয়র বলেন, জনপ্রতিনিধি হিসেবে মেয়র পদে থেকে জবাবদিহিতার সকল দায়ভার আমার কাঁধে চেপে বসেছে। এই দায় বহন করে আমি কি করতে পেরেছি, কি পারিনি তার মূল্যায়ন নগরবাসীর ওপর ছেড়ে দিলাম। এসময় কাউন্সিলর মোরশেদ আলম, জেসমিন পারভীন জেসী, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, প্রকৗশলী কামরুল ইসলাম, প্রকৌশলী আবু সিদ্দিক উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ