Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেখ হাসিনাকে ইমরান খানের ফোন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২০, ৬:০৬ পিএম | আপডেট : ৮:০০ পিএম, ২২ জুলাই, ২০২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আজ বুধবার বেলা একটার দিকে টেলিফোন করে কুশলাদি বিনিময় করে বাংলাদেশে ছড়িয়ে পড়া করোনা ও বন্যা পরিস্থিতির খোঁজখবর নেন ইমরান খান

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাইমরান খানের মধ্য প্রায় ১৫ মিনিট কথা হয়।

প্রেস সচিব আরও জানান, টেলিফোনে কুশলাদি বিনিময়ের পর ইমরান খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বাংলাদেশে কোভিড-১৯ পরিস্থিতি ও এর মোকাবিলায় সরকার কর্তৃক গৃহীত উদ্যোগগুলো সম্পর্কে জানতে চান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকার করোনা সংক্রমণ মোকাবিলায় এবং এর চিকিৎসা ক্ষেত্রে যেসব উদ্যোগ নিয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। পরে ইমরান খান শেখ হাসিনার কাছে বাংলাদেশের বন্যা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে প্রধানমন্ত্রী তাঁকে চলমান বন্যার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।



 

Show all comments
  • Mohammed Shah Alam Khan ২২ জুলাই, ২০২০, ১০:২৮ পিএম says : 0
    প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে ফোনালাপ অবশ্যই জাতীর জন্যে একটা কঠিন বার্তা। এখানে বলাহয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে শুধু মাত্র বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে এবং বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আমি নিশ্চিত এটা হচ্ছে তাদের মধ্যে একটা পোষাকি কথা, আসোল কথা অন্য বিষয়। এটা বুঝা যায় যে, তাদের সাথে অনেক আগে থেকেই কূটনীতিবিদের মাধ্যেমে আপাল আলোচনা চলে আসছিল আজ সেটাই দুজনে কথা বলে সরাসরিভাবে পরিষ্কার করে নিয়েছেন। আমার ব্যাক্তিগত মতামত হচ্ছে ইমরান খান ভারতের সাথে একটা স্থায়ী সমাধান করতে আগ্রহী তাই তিনি ভারতের পরম বন্ধু শেখ হাসিনার সাথে ভাল সম্পর্ক করতে চেষ্টা করছেন। তাছাড়া কয়েক বছর আগে শেখ হাসিনা ভারত সফরে গেলে মোদীর দলথেকে শেখ হাসিনাকে পাকিস্তানের সাথে সমঝতা করার দায়িত্ব দেয়া হয়েছিল এটাও একটা কারন হতে পারে। আল্লাহ্‌ নেত্রী হাসিনাকে পাকিস্তান ও ভারতের সাথে একটা সমঝতা করার যোগ্যতা দান করুন। আমিন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ