Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে নিয়মিত আদালত চালুর দাবিতে অবস্থান কর্মসূচি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২০, ১২:০০ এএম | আপডেট : ৯:৪৬ এএম, ২২ জুলাই, ২০২০

ভার্চুয়াল আদালতের পরিবর্তে নিয়মিত আদালত চালুর দাবিতে আদালত ভবনে অবস্থান কর্মসূচী পালন করেছেন চট্টগ্রামের সাধারণ আইনজীবীরা। অবিলম্বে নিয়মিত আদালত চালু করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা। গত সোমবার সাধারণ আইনজীবী পরিষদের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়। সাধারণ আইনজীবী পরিষদ চট্টগ্রামের আহবায়ক এডভোকেট আবদুস সাত্তারের সভাপতিত্বে এবং এডভোকেট শামসুল আলম, এডভোকেট জহুরুল আলম, এডভোকেট মোঃ কবির হোসাইনের সঞ্চনালয়নায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ এস এম বদরুল আনোয়ার ও কফিল উদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক ও নাজিম উদ্দিন চৌধুরী, আবদুস সাত্তার সরওয়ার, মোহাং কাসেম চৌধুরী, এস.ইউ. নুরুল ইসলাম, আবুল কালাম আজাদ, সেকান্দর বাদশা, তারেক আহমদ, হায়দার মোহাং সোলায়মান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ