Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ৩ লাখ চারা বিতরণ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২০, ১২:০০ এএম

চট্টগ্রামে বন বিভাগের উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরণ অব্যাহত আছে। প্রতি উপজেলায় ২০ হাজার ৩২৫টি করে তিন লাখ ছয় হাজার ফলদ বনজ ও ভেষজ চারা বিতরণ করা হচ্ছে। বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ ডিসি হিলে একটি হাড়িভাঙ্গা আমের চারা রোপণের মাধ্যমে ১৬ জুলাই এ কর্মসূচীর উদ্বোধন করেন। এ ছাড়াও চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ আবদুল আউয়াল সরকার একটি আমলকি চারা এবং চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন একটি আ¤্রপালি চারা রোপণ করেন। এ সময় চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. বখতিয়ার নূর সিদ্দিকী, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ্্ চৌধুরী, উপকূলীয় বন বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা এস এম গোলাম মওলাসহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ