Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পদত্যাগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২০, ৭:৫৬ পিএম | আপডেট : ৭:৫৭ পিএম, ২১ জুলাই, ২০২০

তীব্র বিতর্কের অবশেষে পদত্যাগ করলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে জনপ্রশাসন সচিবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান বলেন, তিনি (স্বাস্থ্যের ডিজি) পদত্যাগ করেছেন। তবে আমাকে তিনি জানাননি। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।



 

Show all comments
  • Ismail ২১ জুলাই, ২০২০, ৮:২০ পিএম says : 0
    Now full already
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ২১ জুলাই, ২০২০, ১১:৪২ পিএম says : 0
    স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদের সাহসিকতা আমার কাছে ভাল লেগেছে। এই প্রবাসে থাকার কারনে ওনার সম্পর্কে আমার কোন ধারনা নেই। তবে উনি আমার মনে হয় একজন ভাল মানুষ। তিনি কোন রকম রাখ ডাক না করে এসব অপকর্মের কারন সরাসরি জনগণকে পত্রিকার মাধ্যমে জানিয়েছেন। সরকারের প্রশাসনিক নিয়ম অনুযায়ী ডিজি সাহেব প্রেস কনফারেন্স করে এধরনের বিবৃতী দিতে পারেননা। আমার মনেহয়, যেহেতু ডিজি সাহেব কোন অন্যায় করেননি সেহেতু তিনি সাহসিকতার সাথে সরাসরি জনগণকে বিষয়টা পরিষ্কার করে বলেছেন কেন তিনি একাজ করেছেন। বলাযায় সরকারে ভিতরের খবরাখবর প্রকাশ্যে আনার কোন আইন নেই। এসব কারনেই আমার মনেহয় ওনাকে পদত্যাগ করতে বাধ্যকরা হয়েছে। সাধারন অবস্থায় ওনাকে স্বাস্থ মন্ত্রী ও স্বাস্থ সচিবের সাথে আলোচনা করার পরই পদত্যাগ করার কথা। এখানে সেটা না করে উনি সরাসরি নিয়োগ দাতাদের কাছে গিয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন এটাও কিছু ইঙ্গিত করে। এখন দেখার বিষয় হচ্ছে ওনার (ডিজি সাহেবের) করা অভিযুক্ত প্রাক্তন স্বাস্থ্য সচিব বর্তমান পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সাহেবের বিরুদ্ধে কি ব্যাবস্থা নেয়া হয়। সাথে সাথে সেটা জনগণকে জানানো হয় কিনা এটাও দেখার বিষয়। এখন আমরা যদি দেখি সিনিয়র সচিবের বিরুদ্ধে কোন ব্যাবস্থা নেয়া হচ্ছে না তখন বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এতে বুঝাযাবে দেশ সচিবদের হাঁতে জিম্মি বা দেশের আসোল মালিক হচ্ছে সচিবেরা। আর তাই যদি হয় তাহলে দেশের অবস্থা ত্রাহি ত্রাহি আল্লাহ্‌ আমাদের দেশকে সত্য পথে নিয়ন্ত্রণ করুন। আমিন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ