পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর চকবাজারে পলিথিন তৈরির কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৪০ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছে। এছাড়া ৫টি পলিথিন তৈরির কারখানা সিলগালা ও ৫ জনকে এক বছর করে কারাদন্ড দেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল পরিবেশ অধিদফতরের সহযোগিতায় সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
তিনি বলেন, চকবাজারে অভিযানকালে আমরা পাঁচটি কারখানায় পলিথিন তৈরি ও বিপুল পরিমাণ পলিথিন মজুত দেখতে পাই। প্রায় ৪০ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা।
তিনি আরো বলেন, পরিবেশ অধিদফতরের অনুমোদন না নিয়ে পরিবেশ বিনষ্টকারী পলিথিন তৈরি ও মজুত আইনত অপরাধ। রহমতগঞ্জ ট্রান্সপোর্ট এজেন্সির মো. রাসেল ফরাজী, মোশাররফ প্যাকেজিংয়ের মো. সুজন মিয়া, মেসার্স মোশারফ প্লাস্টিকস’র মালিক মো. আক্তার, সুমন প্যাকেজিংয়ের সবুজ মিয়া এবং মমতাজ পিপির মো. আজিজুল হককে এক বছরের সাজা দেয়া হয় এবং পাশাপাশি প্রত্যেকটি পলিথিন তৈরির কারখানা সিলগালা করার নির্দেশ দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।