Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাদা পোশাকে অভিযান সিএমপির ১২ এসআই বদলি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২০, ১২:০১ এএম

সাদা পোশাকে এক এসআইয়ের অভিযানে কিশোরের মৃত্যুর পর চট্টগ্রাম মেট্রোপলিট পুলিশের ১২ এসআইকে একযোগে বদলি করা হয়েছে। সিএমপি উপ-কমিশনার (সদর) আমীর জাফর বলেন, দীর্ঘদিন ধরে এক থানায় থাকা এবং ডবলমুরিং থানার একটি ঘটনা ঘটেছে। সব মিলিয়ে সবাইকে ‘অ্যালার্ট’ করার জন্য এই আদেশ। কখনো কখনো সাদা পোশাকে অভিযান করতেই হয়। সেখানে যদি কোন ফাঁকফোকর থাকে তাহলে আমরা সেক্ষেত্রে ব্যবস্থা নিয়ে থাকি।
গত ১৬ জুলাই রাতে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ বাদমতলী বড় মসজিদ গলিতে সোর্স নিয়ে সাদা পোশাকে অভিযানে যান থানা এসআই হেলাল। এসময় স্কুলপড়ুয়া এক ছাত্রকে তুলে আনার চেষ্টায় বাধা দেয় পরিবারের সদস্যরা। পুলিশের দাবি তাদের সাথে ধস্তাধস্তিতে মা ও বোন আহত হওয়ার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে স্কুল ছাত্র সালমান ইসলাম মারুফ। তবে পরিবারের দাবি পুলিশের মারধরে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় এসআই হেলালকে ক্লোজড করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ