Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষক পরিবারের ওপর সন্ত্রাসী হামলা : আহত ৯

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২০, ১২:০১ এএম

ঢাকার ধামরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র এক শিক্ষক পরিবারের ওপর দেশিয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়েছে প্রতিপক্ষ। এতে শিক্ষকসহ আহত হয়েছে অন্তত ৮ জন।

এ ঘটনায় শিক্ষকের পিতা আবুল হোসেন বাদী হয়ে গতকাল ধামরাই থানায় অভিযোগ করেন। অভিযোগ দায়েরের পর ২ জনকে আটক করেছে পুলিশ।

জানা যায়, উপজেলা চৌহাট ইউনিয়নের সন্ধিতারা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিটন মিয়া ও তার বাবা ব্যবসায়ী আবুল হোসেনসহ অন্যান্যদের নিয়ে মসজিদের সামনে এশার নামাজের পর বৈঠকে বসেন। একপর্যায়ে প্রতিপক্ষ হাসান আলীর নেতৃত্বে দেশিয় অস্ত্র নিয়ে শিক্ষক লিটন মিয়া (৩৪), তার বাবা আবুল হোসেন (৬০), ছোট ভাই রাশেদুল ইসলাম (২৬) ৩ জনকেই এলোপাতারি মারপিটসহ মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। এ সময় হাসান আলীর লোকজনসহ অন্যান্যরাও আহত হয়।

শিক্ষকসহ ৩ জনই সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ